We Mourn
বাবার কবর জিয়ারত করেছেন জয় পীরগঞ্জ, (রংপুর), বাংলদেশ, ১৬ মে (বাসস) : প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় আজ সকালে এখানে ফতেহপুর গ্রামে পারিবারিক গোরস'ানে পিতার কবর জিয়ারত করেছেন। এর আগে জয় ফতেহপুর পৌঁছলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি বাবার কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এরপর জয় কিছুক্ষণ নীরবে বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।সমবেত মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আমার জন্য এবং আমাদের জন্য এক শোকের দিনে আমি আজ এখানে এসেছি। আপনারা আমার বাবা ও পরিবারের জন্য দোয়া করবেন।’ এখানে সমবেত হওয়ার জন্য তিনি তার নিজের এবং পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। এ সময় তার সাথে ছিলেন তার মামা শেখ হেলালুদ্দিন এমপি।কবর জিয়ারত শেষে জয় ফতেহপুরে নিজ বাড়িতে এসে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আত্মীয়-স্বজন ছাড়াও আশেপাশের মহিলারা তাকে সান-্বনা দেন। সজিব ওয়াজেদ জয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকা থেকে এসেছেন স'ানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম হোসেন সোহেল তাজ, জাতীয় সংসদের হুইপ মীর্জা আজম, তানভীর শাকিল জয় এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাহিদ হাসান রাসেল এমপি, স'ানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল, আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক এস এম কামাল, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক চৌধুরী প্রমুখ। জয়ের বড় চাচা মওলানা খালেক মিয়া, চাচাতো ভাই সাদাত হোসেন, তাজিমুল ইসলাম, শাহিদ রেজা সন' প্রমুখ কবর জিয়ারতের সময় উপসি'ত ছিলেন।পরে বাড়ির পাশের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ড. ওয়াজেদ মিয়া ইনে-কাল করেন। জয় ঢাকা থেকে ফতেপুর এসে পৌঁছালে বড় চাচা মওলানা খালেক মিয়া আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন।