গোলাম আযম, নিজামীসহ ৩৬ 'যুদ্ধাপরাধীকে' আদালতে তলব
ঢাকা, মে ১১ - জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে দায়ের করা মামলায় তাদেরকে আগামী ২০ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকার নবম সহকারী জজ ইফতেখার আহমেদ ওই ৩৬ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানোর আদেশ দেন। ২০০৮ সালের ১৩ নভেম্বর অ্যাডভোকেট লিটন মিয়া, সাফায়েত হোসেন সজীব, রাজীব আহমেদ ওই ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে ঢাকার জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন। যে ৩৬ জনকে আদালতে তলব করা হয়েছে তাদের মধ্যে পূর্ব পাকিস্তান গণপরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীসহ (সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা) মৃত বেশ কয়েকজনের নামও রয়েছে। ৩৬ জন হচ্ছেন- গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, মাওলানা একেএম ইউসুফ, দেলোয়ার হোসেন সাঈদি, আব্দুল কাদের মোল্লা, দিগন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাশেম আলী, মাওলানা আবুল কালাম আজাদ (বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নিয়মিত ইসলাম বিষয়ক অনুষ্ঠান করেন), খাজা খায়রুদ্দীন, মাহমুদ আলী, মো. আব্দুল আলীম, এএসএম সোলায়মান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, জুলমত আলী খান, কাজী কাদের, শাহ্ মোহাম্মদ আজিজুর রহমান, এবিএম খালেক মজুমদার, এএনএম ইউসুফ, একিউএ শফিউল ইসলাম, আব্দুল মতিন, অ্যাডভোকেট মো. আইনউদ্দিন, গোলাম সরোয়ার, মাওলানা আব্দুস সোবাহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুর বাছেদ, আব্দুল মতিন ভূঁইয়া, মো. আব্দুল কাশেম, ওবায়দুল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ব্যারিস্টার কোরবান আলী, আশরাফ হোসাইন, অ্যাডভোকেট আনসার আলী, মো. কয়সার, আব্দুল মজিদ তালুকদার এবং একে মোশারেফ হোসেন। মামলাটি চলবে কি চলবে না এ ব্যাপারে সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল। বিচারক শুনানি গ্রহণ করে আগামী ২০ জুলাই তারিখে সমন ফেরতের জন্য দিন ধার্য করেছেন বলে বাদি পক্ষের আইনজীবী সৈয়দ আহমদ মোস্তফা রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। অ্যাডভোকেট রানা বলেন, তারা আদালতে রক্ষণীয়তার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ১৯৭৩ এর অধ্যাদেশ, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের সংশ্লিষ্ট আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) ২০০৮ এর 'ঙ' উপধারা অনুযায়ী তারা যুদ্ধাপরাধী। তিনি জানান, বিবাদীদের সবার বিরুদ্ধেই আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হবে। তবে এদের মধ্যে বেশ কয়েকজন মারা যাওয়ায় তাদের নাম আর্জি থেকে পরে বাদ দেওয়া হবে।