সেক্টর কমান্ডারস ফোরাম এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত


সেক্টর কমান্ডারস ফোরাম এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
ঢাকা, মে ০৫ - সেক্টর কমান্ডারস ফোরাম এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩ মে সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গণে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তাদের এ সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ, কে, খন্দকার। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অবঃ) কে, এম, সফিউল্লাহ, মেজর জেনারেল (অবঃ), সি, আর, দত্ত, লে.জেনারেল (অবঃ) মীর শওকত আলী, লে. কর্নেল (অবঃ) কাজী নুরুজ্জামান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম এবং লে. কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অবঃ) এম, হারুন-অর রশিদ। ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- কোষাধ্যক্ষ মেজর জেনারেল (অবঃ) জামিল ডি আহসান, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অবঃ) এম, মাসুদুর রহমান, প্রচার সম্পাদক লেখক-সাংবাদিক হারুন হাবীব, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মেজর (অবঃ) এ, এস, এম সামসুল আরেফিন, কল্যাণ সম্পাদক ডা. সারওয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক জনাব ম, হামিদ, আইন সম্পাদক মো. শফিকউল্লাহ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আলম শহীদ এবং অফিস সম্পাদক স্কোয়াড্রন লিডার (অবঃ) শেখ শওকাত জুবায়ের। ৫ জন কার্যনির্বাহী সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (ডা.) এম শাহ জাহান, আক্কু চৌধুরী, সৈয়দ সদরুজ্জামান হেলাল এবং ফারজানা শাহনাজ মজিদ। সাধারণ সভায় দেশের ৬টি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এরা হলেন আবুল কালাম আজাদ পাটোয়ারী, নুরুল আলম, ডা. শাফিক আহমেদ, গাজী মোহাম্মদ রহমতউল্লাহ দাদু , শেখ কুতুবউদ্দিন আহমেদ এবং ডা. প্রেমাঙ্কুর রায়।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা