যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থন ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থন ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন
দীনেশ দাস: একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমর্থন ব্যক্ত করে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানরক্ষায় বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে। গতকাল ইইউ রাষ্ট্রদূত ও প্রধান কূটনীতিকদের সঙ্গে সেক্টর কমান্ডারস ফোরাম নেতাদের মতবিনিময়কালে আন্তর্জাতিক এই সংস্থাটি এই সমর্থন ঘোষণা করে।
সভায় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিশেষ করে ১৯৭৩ সালে প্রণীত ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) অ্যাক্ট নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ইইউর স্থানীয় প্রধান সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হগসট্রম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং এর অপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতি ইইউ সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কোন প্রক্রিয়ায় এই বচিার কাজটি সম্পন্ন করতে চায়। তবে তা আন্তর্জাতিক মানদণ্ডে হলেই সবচে ভাল হয়।
এর আগে সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের কার্যক্রম ও দীর্ধ চার দশক তাদের বিচার না হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে ইইউ সদস্যদের অভিহিত করেন।
ইইউ রাষ্ট্রদূতদের মধ্যে সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হগসট্রম ছাড়াও উপস্থিত ছিলেন, স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ, জার্মানির রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইক, ইতালির রাষ্ট্রদূত ড. ইতালিয়া মারিয়া মার্তা ওচ্চি, ডেনমার্কের রাষ্ট্রদূত ফিনার হেবোগার্ড জেনসেন, ইইউ কমিশনের রাষ্ট্রদূত ড. স্টেফান ফ্রোয়িন, নেদারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রিটজ্ মেইজনডার্ট, ব্রিটিশ হাই কমিশনের কাউন্সিলর জন রায়ান এবং ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স প্যাট্রিক ব্র্যানকো।