রাজাকারের গাড়িতে যেন আর জাতীয় পতাকা না উঠেঃ সাজেদা চৌধূরী

রাজাকারের গাড়িতে যেন আর জাতীয় পতাকা না উঠেঃ সাজেদা চৌধূরী
ঢাকা থেকেজাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরী বলেছেন, ‘রাজাকার নিজামির গাড়িতে শহীদের রক্তভেজা জাতীয় পতাকা তুলে দিয়ে বেগম জিয়া অপরাধ করেছেন। জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু বেগম জিয়া মুক্তিযুদ্ধে যাননি। আজ মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ওঠে দাঁড়াতে হবে যেন আর কোন রাজাকারের গাড়িতে পতাকা না উঠে। গতকাল শনিবার বিকালে মুসলিম ইনস্টিটিউট হলে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত নীলুফার কায়সার স্মরণে নাগরিক শোকসভা পরিষদ চট্টগ্রাম আয়োজিত শোকসভায় বেগম সাজেদা চৌধুরী প্রধান বক্তার ভাষণে ওপরের কথাগুলো বলেন। নাগরিক শোকসভা পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ আলম শোকসভায় সভাপতিত্ব করেন। এতে যোগ দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য।
বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, এবিএম আবুল কাশেম মাস্টার এমপি, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট এমএ লতিফ এমপি, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহিউদ্দিন, চেমন আরা তৈয়ব এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে এম এ সালাম ও মোছলেম উদ্দিন, সিপিবি নেতা শাহ আলম, লেখিকা ফাহমিদা আমিন, অধ্যাপক লতিফা কবির, এ্যাডভোকেট রেহানা কবির রানু প্রমুখ।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day