যুক্তরাজ্যে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাজ্যে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, বাংলাদেশ, ২৫ মে (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সৃষ্ট বিনিয়োগে অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সেদেশে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন।যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের কমিশনার প্রফেসর সাইদুর রহমান খান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সাইদুর রহমানকে যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বলেছেন।শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুসংহত করার জন্যে ব্রিটিশ সরকার সাহায্য-সহযোগিতা করছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্যে দীর্ঘ প্রতীক্ষায় ছিল।তিনি বলেন, সর্বস্তরের মানুষের কল্যাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা দেশে এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। মানসম্মত শিক্ষাকে নিশ্চিত করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের জীবনের মান উন্নত করাই আমাদের লক্ষ্য।এসময় যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের নাগরিকদের সমস্যা গুরুত্বের সাথে আলোচিত হয়। প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত সিলেটী নাগরিকদের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্যেও হাইকমিশনারকে নির্দেশ দেন। তারা যাতে সরাসরি সিলেট থেকে যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য থেকে সিলেট যাওয়া-আসা করতে পারে সে জন্যে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা দূর করার উদ্যোগ নেয়ার জন্য হাইকমিশনারকে নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়েও নবনিযুক্ত হাইকমিশনার প্রফেসর সাইদুর রহমান খানকে নির্দেশ দেন। প্রফেসর সাইদুর রহমান খান বলেন, তিনি তার দায়িত্ব পালনের মেয়াদে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করার জন্যে সব ধরনের ব্যবস্থা নেবেন।এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day