বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে, স্ট্যামফোর্ড সমাবর্তনে রাষ্ট্রপতি
এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন
বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে : স্ট্যামফোর্ড সমাবর্তনে রাষ্ট্রপতি
ঢাকা, বাংলাদেশ, ৪ মে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছাত্ররা যাতে আন-র্জাতিক প্রতিযোগিতায় নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে সক্ষম হয় এবং সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান সমুন্নত থাকে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম যেন কেবলমাত্র পুঁথিগত বিদ্যার গন্ডির মধ্যেই সীমাবদ্ধ না হয়ে পড়ে সে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি এখানে মুক্ত বুদ্ধির চর্চা এবং সমাজ ও রাষ্ট্র উন্নয়নের নানা দিক আলোচিত হয়। জাতি গঠনে তাই বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।রাষ্ট্রপতি আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের ভাষণ দেন।রাষ্ট্রপতি স্নাতক ডিগ্রীধারীদের স্বাগত জানিয়ে দেশ ও মানুষের কথা না ভুলে সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থেকে দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়ে কর্মজীবনে তাদের সাফল্য কামনা করেন।রাষ্ট্রপতি তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মকে অবশ্যই বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দিনবদলের সনদ ঘোষণা করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট সকলের আন-রিক প্রচেষ্টায় এ সনদ বাস-বায়িত হবে এবং ২০২১ সালের মধ্যে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব।’সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১৯০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। অসাধারণ সাফল্যের জন্যে ৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর পদক দেয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম সমাবর্তন বক্তব্য দেন।সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভাপতি প্রফেসর এমএ হান্নান ফিরোজ এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মজিবুর রহমান বক্তৃতা করেন।প্রফেসর আলাউদ্দিন সদ্য স্নাতক ডিগ্রীধারীদের উদ্দেশে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করতে অর্জিত জ্ঞান ও দক্ষতা একযোগে কাজে লাগানোর আহ্বান জানান।প্রফেসর সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একজন শিক্ষার্থীকে কেবলমাত্র বিশ্ব পরিসরে সংযোগ ঘটিয়ে দিতে পারে, কিন' এ যোগাযোগ তখনই সার্থক হবে যখন তারা নিজ জন্মভূমি ও এর সংস্কৃতির গভীরে নিজেকে স'াপন করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, বাংলাদেশ, ৪ মে : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব, হিমালয়সহ মেরু অঞ্চলে বরফ গলা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট হুমকি, নরওয়ের ট্রমসোতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সামপ্রতিক আন-র্জাতিক সম্মেলন, রোহিঙ্গা শরণার্থী ইস্যু, জনশক্তি রপ্তানি, কসোভোর স্বীকৃতি, সন্ত্রাসবাদ ও মানবাধিকারসহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরওয়েতে গত সপ্তাহে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আন-র্জাতিক সমপ্রদায় বাংলাদেশের মত নিম্ন-উচ্চতার দেশসমূহের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, হিমালয়ের হিমবাহ গলা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের জন্য হুমকির সৃষ্টি হয়েছে। বিগত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে বহু প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের জন্য আন-র্জাতিক সহায়তা যেসব ক্ষেত্রে প্রয়োজন সম্মেলনে তা তুলে ধরেন। ডা. দীপু মনি বলেন, ‘বর্তমান সরকার মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং এক্ষেত্রে ইতোমধ্যে পরিসি'তির যথেষ্ট উন্নতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে সরকার সজাগ রয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল সংস'াকে নির্দেশ দেয়া হয়েছে।’ যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। যুদ্ধাপরাধাীদের বিচার সময়ের দাবি। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি অসমাপ্ত ইস্যুর নিষ্পত্তি করা হবে। তিনি বলেন, অপরাধীদের ‘বিচারহীনতার সংস্কৃতি’ অপরাধ প্রবণতা বৃদ্ধি করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় ও আন-র্জাতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপ হয়েছে। তিনি বলেন, কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেয়ার ব্যাপারে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত কসোভোকে স্বীকৃতি দিয়েছে।