শুধু অনুষ্ঠানে আবদ্ধ না রেখে নজর"লের সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে

শুধু অনুষ্ঠানে আবদ্ধ না রেখে নজর"লের সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ত্রিশালে জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্পিকার
ময়মনসিংহ : জাতীয় সংসদের স্পিকার এডভোকেট আব্দুল হামিদ জাতীয় কবি কাজী নজর"ল ইসলামকে শুধু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় আবদ্ধ না রেখে তার সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় কবি কাজী নজর"লের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলড়্গে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালের নজর"ল মঞ্চে স'ানীয় জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে শুর" হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যড়্গ মতিউর রহমান, স'ানীয় সংসদ সদস্য এডভোকেট রেজা আলী, সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন, কবি নজর"ল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ, নজর"ল গবেষক আসাদুর হক, অধ্যড়্গ (অব.) মোকাররম হোসাইন, সাবেক সাংসদ আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।স্পিকার আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, জাতীয় কবি কাজী নজর"লকে নিয়ে, তার অমর সৃষ্টি নিয়ে বিস-র গবেষণার সুযোগ রয়েছে যা আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, কবি নজর"লের জীবন ও কর্মের ওপর একটি পরিপূর্ণ সংগ্রহশালা ও তথ্যচিত্র নির্মাণ করা একান- জর"রি হয়ে পড়েছে। তিনি নজর"লের অবিনাশী গানকে বিকৃতির হাত থেকে রড়্গা করতে সকলের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ নজর"ল মঞ্চ সংলগ্ন নজর"ল একাডেমি মাঠে পৃথকভাবে আয়োজিত নজর"লের বই ও নজর"ল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার স্টল ঘুরে দেখেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা