'চার মাসের মাথায় যারা মধ্যবর্তী নির্বাচন চায় তারা মানুষের কথা ভাবে না'





চার মাসের মাথায় যারা মধ্যবর্তী নির্বাচন চায় তারা মানুষের কথা ভাবে না'
ঢাকা, মে ৮ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের চার মাসের মাথায় যারা মধ্যবর্তী নির্বাচন দাবি করে তারা দেশের মানুষের কথা ভাবে না। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার বিকেলে বৌদ্ধ স�প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার যুমনার বাসভবনে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন। পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি প্রগানন্দ মাহাথেরোর নেতৃত্বে প্রতিনিধি দলটি শেখ হাসিনাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, ''যারা মধ্যবর্তী নির্বাচন চায়, তারা দেশের মানুষের কথা ভাবে না, চিন্তা করে না। কেউ মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে, কেউ সরকার উৎখাত, গদি ছেড়ে দিতে বলছে।'' গত সপ্তাহে বিএনপির যুগ্মমহাসচিব আব্দুল্লাহ আল নোমান সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছিলেন। এর আগে গত ২ মে পল্টনের সমাবেশে খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, ''পানি, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থানসহ নির্বাচনী ওয়াদা পূরণ করতে না পারলে সময় থাকতে ক্ষমতা ছেড়ে চলে যান। গদি ছেড়ে দিন, যাতে জনগণকে বাধ্য হয়ে আপনাদেরকে বিদায় করে না দিতে হয়। আর জনগণের দুর্ভোগ বাড়াবেন না।'' নিজের সরকারের চার মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকারে বয়স মাত্র চার মাস। নানা প্রতিকূলতার মধ্যে আমাদের দেশ পরিচালনা করতে হচ্ছে। আমাদের চলার পথ সহজ নয়। কেউ কেউ সব সময় প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।'' প্রধানমন্ত্রী এব্যাপারে দেশবাসীকে সজাগ থেকে ধৈর্য ধরার আহবান জানান।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day