কালজয়ী সাংবাদিক
এক কালজয়ী সাংবাদিক মানিক মিয়ার আজ ৪০তম মৃত্যুদিবস নির্ভীক সাংবাদিকতার কিংবদনত্মী পুরম্নষ, সংবাদপত্রে আধুনিকতার রূপকার, সাহসী কলম সৈনিক এবং কালজয়ী কলাম ‘মোসাফির’ খ্যাত তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজ ৪০তম মৃত্যু দিবস। ১৯৬৯ সালের পহেলা জুন মাত্র ৫৮ বছর বয়সে বাঙালির স্বাধিকার আন্দোলনের এই অন্যতম যোদ্ধা অসংখ্য প্রিয় মানুষকে শোকা"ছন্ন করে ইহলোক ত্যাগ করেন। ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেড়্গাপটে এবং ৭০-এর নির্বাচনের প্রাক্কালে মানিক মিয়ার অকাল মৃত্যুতে সমগ্র জাতির অপূরণীয় ড়্গতি হয়। দেশবাসী হারায় তাদের প্রিয় মানিক ভাইকে। তিনি জাগতিক অর্থে ইহলোক ত্যাগ করে অননত্ম জীবনের পথে পাড়ি জমালেও তাঁর হাতেগড়া গণমানুষের মুখপত্র এবং স্বাধিকার আন্দোলনের চেতনার ধারক দৈনিক ইত্তেফাক মানিক মিয়ার আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে চলেছে। কালের আবর্তে ঘটনাবহুল বাংলাদেশের নীরব সাড়্গী ইত্তেফাকের ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী-সাংবাদিকের পড়্গ থেকে আমরা উপমহাদেশের এই মহান পুরম্নষের বিদেহী আত্মার শানিত্ম ও মাগফেরাত কামনা করছি। প্রার্থনা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় তাঁর মত নির্লোভ-নিরহংকার মানুষ নিশ্চয়ই পারলৌকিক জীবনে