Posts

Showing posts from May, 2009

কালজয়ী সাংবাদিক

Image
এক কালজয়ী সাংবাদিক মানিক মিয়ার আজ ৪০তম মৃত্যুদিবস নির্ভীক সাংবাদিকতার কিংবদনত্মী পুরম্নষ, সংবাদপত্রে আধুনিকতার রূপকার, সাহসী কলম সৈনিক এবং কালজয়ী কলাম ‘মোসাফির’ খ্যাত তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজ ৪০তম মৃত্যু দিবস। ১৯৬৯ সালের পহেলা জুন মাত্র ৫৮ বছর বয়সে বাঙালির স্বাধিকার আন্দোলনের এই অন্যতম যোদ্ধা অসংখ্য প্রিয় মানুষকে শোকা"ছন্ন করে ইহলোক ত্যাগ করেন। ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেড়্গাপটে এবং ৭০-এর নির্বাচনের প্রাক্কালে মানিক মিয়ার অকাল মৃত্যুতে সমগ্র জাতির অপূরণীয় ড়্গতি হয়। দেশবাসী হারায় তাদের প্রিয় মানিক ভাইকে। তিনি জাগতিক অর্থে ইহলোক ত্যাগ করে অননত্ম জীবনের পথে পাড়ি জমালেও তাঁর হাতেগড়া গণমানুষের মুখপত্র এবং স্বাধিকার আন্দোলনের চেতনার ধারক দৈনিক ইত্তেফাক মানিক মিয়ার আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে চলেছে। কালের আবর্তে ঘটনাবহুল বাংলাদেশের নীরব সাড়্গী ইত্তেফাকের ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী-সাংবাদিকের পড়্গ থেকে আমরা উপমহাদেশের এই মহান পুরম্নষের বিদেহী আত্মার শানিত্ম ও মাগফেরাত কামনা করছি। প্রার্থনা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় তাঁর মত নির্লোভ-নিরহংকার মানুষ নিশ্চয়ই পারলৌকিক জীবনে

ইয়াজউদ্দিন পাগল হয়ে যাচ্ছেন !

ইয়াজউদ্দিন পাগল হয়ে যাচ্ছেন ! ঢাকা থেকে রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালে (২০০৮ সাল) মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেমদ। ক্ষমতা ত্যাগের ছয় মাস আগে তার মানসিক রোগ শনাক্ত হয়। ওই সময় তাকে মানসিক রোগের চিকিৎসা ও ওষুধপত্র দেয়া হয়। এখনও তার একই রোগের চিকিৎসা চলছে। রাষ্ট্রপতির তৎকালীন ও বর্তমান মনোরোগ চিকিৎসক কর্নেল (অব.) ডা. এম নুুরুল আজিম এ তথ্য জানিয়েছেন। বৃহসপতিবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্ষমতা ছাড়ার ছয় মাস আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তার মানসিক রোগ শনাক্ত করা হয়। সংবিধান অনুযায়ী শারীরিক ও মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করার বিধান রয়েছে। সংবিধানের ৫৩ অনুচ্ছেদে এ ব্যাপারে সপষ্ট দিকনির্দেশনা রয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিক উল হক বলেন, সংবিধান অনুযায়ী একজন শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তি রাষ্ট্রপতি থাকতে পারেন না। কিন্তু তিনি কি করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, সেটাই আশ্চর্যের ব্যাপার। তিনি বলেন, ২৪ মে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেমদের সাক্ষাৎকার প্রচ

খালেদা 'ঈর্ষাকাতর' হয়েই তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করছেন: ফারুক খান

Image
খালেদা 'ঈর্ষাকাতর' হয়েই তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করছেন: ফারুক খান ঢাকা, মে ২৮ - সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 'ঈর্ষাকাতর' হয়েই বিডিআর বিদ্রোহের সরকারি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের প্রধান সমন্বয়কারী। বৃহস্পতিবার দুপুরে নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বিএনপি জোট সরকারের আমলে বড় বড় ঘটনা ঘটেছে। তারা এর একটি ঘটনারও কোন তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি বা করেনি। এজন্যই ঈর্ষাকাতর হয়ে তিনি (খালেদা) বর্তমান সরকারের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।" ফারুক খান বলেন, "খালেদা জিয়া পুরো প্রতিবেদন প্রকাশের আশা করতেই পারেন। কারণ তিনি ভালো করেই জানেন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি। এজন্য তিনি এমন আশা করেছেন।" বর্তমান সরকার পুরো প্রতিবেদন প্রকাশ করবে কিনা জানতে চাইলে অন্তত কিছু বিষয় প্রকাশ না করার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "প্রতিটি দেশেই তদন্ত প্রতিবেদনের

যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থন ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন

Image
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থন ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন দীনেশ দাস: একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমর্থন ব্যক্ত করে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানরক্ষায় বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে। গতকাল ইইউ রাষ্ট্রদূত ও প্রধান কূটনীতিকদের সঙ্গে সেক্টর কমান্ডারস ফোরাম নেতাদের মতবিনিময়কালে আন্তর্জাতিক এই সংস্থাটি এই সমর্থন ঘোষণা করে। সভায় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিশেষ করে ১৯৭৩ সালে প্রণীত ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) অ্যাক্ট নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ইইউর স্থানীয় প্রধান সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হগসট্রম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং এর অপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতি ইইউ সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কোন প্রক্রিয়ায় এই বচিার কাজটি সম্পন্ন করতে চায়। তবে তা আন্তর্জাতিক মানদণ্ডে হলেই সবচে ভাল হয়। এর আগে সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের কার্যক্রম ও দীর্ধ চার দশক তাদের বিচার না হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে ইইউ সদস্যদের অভিহিত করেন। ইইউ রাষ

সরকারকে অস্থিতিশীল ও সেনাবাহিনীর ৰতি করাই ছিল মোটিভ

Image
সরকারকে অস্থিতিশীল ও সেনাবাহিনীর ক্ষতি করাই ছিল মোটিভ পিলখানা হত্যাকাণ্ডের সরকারি তদন- রিপোর্টের সারসংক্ষেপ, প্রকৃত কারণ ও উদ্দেশ্য নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি, সেনা কর্তৃত্ব মেনে না নেয়ার মানসিকতা দীর্ঘদিন থেকে প্র"ছন্ন ছিল, চেইন অব কমান্ড ভেঙে বিডিআরকে অকার্যকর করা ছিল উদ্দেশ্য, পালিয়ে যেতে সাহায্য করেছেন বিএনপির সাবেক সাংসদ পিন্টু , সেনা আইনে বিচারের সুপারিশ কাগজ প্রতিবেদক : চেইন অব কমান্ড ধ্বংস করে বিডিআরকে অকার্যকর করা, সামগ্রিকভাবে সেনাবাহিনীর ক্ষতিসাধন ও নবনির্বাচিত সরকারকে অসি'তিশীল করার উদ্দেশ্যেই পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। সেনা কর্মকর্তাদের বির"দ্ধে সাধারণ বিডিআর সদস্যদের নেতিবাচক মনোভাব, তাদের অপূরণকৃত দাবি-দাওয়া নিয়ে বিদ্যমান ক্ষোভ ও অসনে-াষ ছিল এই বিদ্রোহের প্রাথমিক কারণ। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড ও বিদ্রোহের কারণ অনুসন্ধানে গঠিত তদন- কমিটি গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তদন- প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করে এসব কথা জানায়। তবে এই নারকীয় ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি বলে তদন- প্রতিবেদনে উল্লেখ

তার বড় পরিচয়টা কি- বঙ্গবন্ধুর জামাতা প্রধানমন্ত্রীর স্বামী, না একজন বিজ্ঞানী?

Image
তার বড় পরিচয়টা কি- বঙ্গবন্ধুর জামাতা প্রধানমন্ত্রীর স্বামী, না একজন বিজ্ঞানী ? আবদুল গাফ্‌ফার চৌধুরী গত কয়েকদিন যাবৎ এই মৃত্যুটির আশংকার কথা দেশের আর কারোই অজানা ছিল না। এই সুদূর লন্ডনে বসেও জানতাম, ড. এমএ ওয়াজেদ মিয়ার অসুস্থতা গুরুতরভাবে বেড়েছে। যে কোন মুহূর্তে তার মৃত্যু হতে পারে। এই আশংকার কথা জেনেই তার পত্নী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিকল্পিত কানাডা সফর বাতিল করেছেন। বিদেশে তার চিকিৎসা সফল হয়নি। দেশেও চিকিৎসকরা তার রোগ মুক্তির আশা ছেড়ে দিয়েছিলেন। ওয়াজেদ মিয়া আমার চেয়ে বয়সে অনেক ছোট। রোগে ভুগছিলেন বহুদিন থেকে। তবে এত শিগগির তিনি চলে যাবেন, তা ভাবিনি। ৯ মে ভোরে ঘুম থেকে উঠে সবে লেখাজোখার কাজ শেষ করেছি, এমন সময় পরপর দুটি মৃত্যু সংবাদ পেলাম- একটি আমাদের উলানিয়া পরিবারের এক তরুণ সদস্য ভুট্টোর। সম্পর্কে আমার ভ্রাতুষ্পুত্র। ইন্নালিল্লাহ পড়ে সবে শোকের ধাক্কা কাটাচ্ছি- এমন সময় দ্বিতীয় টেলিফোন। দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়া আর নেই। আবার ইন্নালিল্লাহ পড়তে হল।আত্মীয় বিয়োগের চেয়েও এই শোক মনে বেশি ধাক্কা দিল। প্রথম শোকটি তো আমার পারিবারিক

আইলার আঘাতে লণ্ডভণ্ড উপকূল

Image
আইলার আঘাতে লণ্ডভণ্ড উপকূল ১৬ জনের মৃত্যু, সর্বোচ্চ ১০ ফুট জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত আশীষ কুমার দে : ঘূর্ণিঝড় ‘আইলা’র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে দেশের দড়্গিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের বিস্তীর্ণ জনপদ। এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরে মাছধরা ট্রলারসহ শত শত জেলে নিখোঁজ রয়েছেন। অনেক স্থান থেকে বহু লোক আটকেপড়ার খবরও পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন। ভেড়িবাঁধ ও বসতবাড়িসহ হাজার হাজার স্থাপনা বিধ্বস্ত ও চিংড়িসহ ফসলের ব্যাপক ড়্গয়ড়্গতি হয়েছে। দেশের এক-তৃতীয়াংশ এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার কাজে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে সরকার। নিখোঁজ ও আটকেপড়াদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রিসভার সদস্যসহ সামরিক ও বেসামরিক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্গত প্রতিটি জেলার জন্য নগদ ১২ লাখ টাকা এবং ১ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গত ২২ মে দড়্গিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই দড়্গিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গতকাল সোমবার দুপুর ২টায় মংলা

শুধু অনুষ্ঠানে আবদ্ধ না রেখে নজর"লের সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে

Image
শুধু অনুষ্ঠানে আবদ্ধ না রেখে নজর"লের সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ত্রিশালে জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্পিকার ময়মনসিংহ : জাতীয় সংসদের স্পিকার এডভোকেট আব্দুল হামিদ জাতীয় কবি কাজী নজর"ল ইসলামকে শুধু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় আবদ্ধ না রেখে তার সৃষ্টিকর্ম সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় কবি কাজী নজর"লের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলড়্গে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালের নজর"ল মঞ্চে স'ানীয় জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে শুর" হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যড়্গ মতিউর রহমান, স'ানীয় সংসদ সদস্য এডভোকেট রেজা আলী, সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন, কবি নজর"ল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ, নজর"ল গবেষক আসাদুর হক, অধ্যড়্গ (অব.) মোকাররম হোসাইন, সাবেক সাংসদ আব্দুল মতিন

ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন জয়

Image
ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে কর্মরত কম্পিউটার ইঞ্জিনিয়ার জয় বিভিন্ন সময় দেশে এলে তথ্য-প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টর নিয়ে চিনত্মা-ভাবনা করেন। দেশে এ সেক্টরে যারা কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ এবং আলাপ-আলোচনা করে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়ে থাকেন বলে সুত্র জানায়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলেও গত নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় জানিয়েছিলেন। তবে এবার তিনি দেশে এসে শোকাবহ পারিবারিক পরিবেশেই সময় কাটিয়েছেন। এর মাঝে গত শনিবার তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এটা ছিল সাংবাদিকদের সঙ্গে তার দ্বিতীয় মতবিনিময়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের কিছুদিন পর তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে প্রথম মতবিনিময় করেন। আগামী দুই তিন দিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে কর্মস্থলে ফিরে যেতে পারেন বল

বিভক্তি থেকে পুনরেকত্রীকরণ আজকের জার্মানি চার দশক ধরে বৈরিভাবাপন্ন দুটি রাষ্ট্রে বিভক্ত ছিল

Image
বিভক্তি থেকে পুনরেকত্রীকরণ আজকের জার্মানি চার দশক ধরে বৈরিভাবাপন্ন দুটি রাষ্ট্রে বিভক্ত ছিল৷ সাবেক পশ্চিম জার্মানিতে ছিল ফেডারেল গণতান্ত্রিক পদ্ধতির শাসন ব্যবস্থা আর পূর্ব জার্মানিতে ছিল এক দলীয় কমিউনিস্ট সরকার৷ ১৯৮৯ সালের ৯ ই নভেম্বরের রাত প্রথম থেকেই দুই জার্মানির সম্পর্কে চলছিল টানাপোড়েন৷ পশ্চিম আর পুবের শীতল যুদ্ধের সময় দুই জার্মানির মধ্যে বৈরিতা চরম পর্যায়ে উঠেছিল৷ এর কয়েক বছর পর থেকে অবশ্য পূর্ব জার্মানির সঙ্গে সম্পর্কের উন্নয়নে চেষ্টা শুরু করে তখনকার পশ্চিম জার্মানি৷ নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে চলতে থাকে দুই দেশের কাছে আসার এই প্রচেষ্টা৷ যার পরিণতি - পূর্ব জার্মানির বিলুপ্তি ও দুই জার্মানির পুনরএকত্রীকরণ৷ সময়টা ছিল ১৯৮৯ সাল৷ সাবেক সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টির প্রধান তখন মিখাইল গর্বাচভ৷ পূর্বসূরীদের চেয়ে অনেকটাই আলাদা, মুক্তমনা তিনি৷ পশ্চিম ও পূর্ব দুই জার্মানিই সফর করেন গর্বাচভ কয়েক মাসের ব্যবধানে৷ ১৯৬১ সালের ১৩ই আগস্ট, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্লিন শহরের মাঝখানে রাতারাতি গড়ে তোলা হয় এক বিশাল প্রাচীর৷ ১৯৮৯ সালের ১২ই জুন কোলন/বন

তরুণ প্রজন্মের প্রতি নজরুলের ওপর গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

Image
তরুণ প্রজন্মের প্রতি নজরুলের ওপর গবেষণার আহ্বান রাষ্ট্রপতির ঢাকা, বাংলাদেশ, ২৫ মে (বাসস) : রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমুখী কর্ম মানবজাতির অনুপ্রেরণার চিরন্তন উৎস হওয়ায় এসবের ওপর আরো গবেষণার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মজয়ন্তী উদযাপনে রাষ্ট্রীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন, ‘মানবতার কল্যাণে তাঁর ক্ষুরধার লেখনী আমাদের প্রেরণার চিরন্তন উৎস।’ তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী এবং কবি নাতনী বেগম খিলখিল কাজী।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলনে, সংগ্রামে তাঁর গান ও কবিতা অনুপ্রেরণার উৎস হিসেবে আমাদের শক্তি ও সাহস যুগিয়েছে। তিনি বলেন, নজরুল জাতির আলোর দিশারী এবং তাঁর কবিতা ও গান আমাদের সকলের মূল্যবান সম্পদ। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় মুক্ত স্বাধীন বাংল

যুক্তরাজ্যে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাজ্যে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান ঢাকা, বাংলাদেশ, ২৫ মে (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সৃষ্ট বিনিয়োগে অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সেদেশে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন।যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের কমিশনার প্রফেসর সাইদুর রহমান খান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সাইদুর রহমানকে যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বলেছেন।শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুসংহত করার জন্যে ব্রিটিশ সরকার সাহায্য-সহযোগিতা করছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য

ঘূর্ণিঝড় 'আয়লা' উপকূল অতিক্রম করছে

ঘূর্ণিঝড় 'আয়লা' উপকূল অতিক্রম করছে ঢাকা, মে ২৫ (বিডিনিউজ ডটকম)-- ঘূর্ণিঝড় 'আয়লা' উত্তর দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শাহ আলম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঝড়ের প্রভাবে সকাল থেকেই উপকূলে দমকা হাওয়া বইতে শুরু করে। সকাল থেকে মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়। আয়লার প্রভাবে উপকূলসহ দেশের মধ্যাঞ্চলে রোববার মধ্যরাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভোলায় ঝড়ে ট্রলার ডুবে ২০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সাতক্ষীরায় বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীর প্রত্যন্ত নিঝুম দ্বীপের নিচু অংশ প্লাবিত হয়ে একজন ভেসে গেছে বলে জ

সংসদ থেকে রাজনৈতিক সফরের জন্য তেল খরচ নিয়েছেন তারেক

সংসদ থেকে রাজনৈতিক সফরের জন্য তেল খরচ নিয়েছেন তারেক দলীয় কাজে ব্যবহারের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে গাড়ির জ্বালানি তেল নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। অষ্টম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট আখতার হামিদ সিদ্দিকীর অনুকূলে তারেক রহমান ৫৩০ লিটার তেল নেন বলে জানিয়েছে সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদনেত্মর সর্বদলীয় তদনত্ম কমিটির সাব-কমিটি। সাব-কমিটি জানিয়েছে, ২০০৬ সালের ১ জুন নওগাঁয়ের বদলগাছি এবং মহাবেদপুরসহ বিভিন্ন এলাকায় ৫ দিনের সফরের জন্য এ তেল নেন তারেক রহমান। সাব-কমিটির প্রধান শাহজাহান খান জানিয়েছেন, যে ভাউচারে তেল দেয়া হয়েছে সেখানে স্পষ্ট তারেক রহমানের নাম উলেস্নখ রয়েছে। সে ভাউচার এখন কমিটির কাছে রয়েছে বলে জানান তিনি। বৈঠক সূত্র জানিয়েছে, এর বাইরে একই বছর জুলাই থেকে অক্টোবর পর্যনত্ম তৎকালীন চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন বিদেশে থাকলেও তার নামে সংসদ থেকে আপ্যায়ন খাতে ১২২ বোতল পানি, ১২২ টি কোল্ড ড্রিংসক, ১২২ পেস্নট ভাত, ডাল, সবজি নেয়া হয়েছে। অন্যদিকে বাসা বরাদ্দের দায়িত্ব স্পিকার

খালেদাকে তৃতীয় নোটিস ৩০ জুনের মধ্যে বাড়ি ছাড়তে হবে

খালেদাকে তৃতীয় নোটিস ৩০ জুনের মধ্যে বাড়ি ছাড়তে হবে ।। ইত্তেফাক রিপোর্ট ।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িসহ সম্পত্তি আগামী ৩০ জুনের মধ্যে সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তার (মিলিটারি এস্টেট অফিসার) অনুকূলে ছেড়ে দিতে নোটিস দেয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের ভূ-সম্পত্তি প্রশাসক এই নোটিস দেন। এর আগে ৭ মে বাড়িসহ শহীদ মইনুল সড়কের সম্পত্তি কেন ছেড়ে দিতে বলা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। গত ২২ মে কারণ দর্শানোর ১৫ দিনের সময় উত্তীর্ণ হওয়ার পর গতকাল বাড়ি ছাড়ার নোটিস দেয়া হলো। নোটিসে বলা হয়েছে, আপনি (খালেদা জিয়া) ই"ছাকৃতভাবে কারণ দর্শানোর নোটিসের জবাব দেননি। যেহেতু আপনি ওই নোটিসের পরিপ্রেড়্গিতে কারণ দর্শানো থেকে বিরত থেকেছেন এবং কারণ দর্শানো নোটিসের বক্তব্য খন্ডন করেননি, তাই স্পস্টভাবে প্রতীয়মান হয় যে, কারণ দর্শানো নোটিসে যা বলা হয়েছে তা যথার্থ ও সঠিক। এ অবস'ায় ঢাকা সেনানিবাসের ৬ শহীদ মইনুল রোডের বাড়িতে আপনার অবস'ান ও দখলের কোন আইনগত ভিত্তি নেই। তাই ৩০ জুনের মধ্যে বাড়িটির দখল সেনানিবাসের সামরিক ভূম