যুদ্ধবিরতির ঘোষণা দিল নাইজেরিয়ার বিদ্রোহীরা
যুদ্ধবিরতির ঘোষণা দিল নাইজেরিয়ার বিদ্রোহীরা
নাইজেরিয়ার সরকার বিরোধী প্রধান বিদ্রোহী দল ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে৷ দলের নেতা হেনরি ওকাহকে সরকার মুক্তি পাওয়ার একদিন পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হল৷
নাইজেরিয়ার খনিজ তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে সক্রিয় বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী এমানসিপেশন অব দ্য নাইজার ডেল্টা বা মেন্ড৷ দীর্ঘদিন ধরে তারা নাইজার ডেল্টা এলাকায় কর্মরত বিদেশী তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে সহিংস কর্মকান্ড চালিয়ে যাচ্ছে৷ অবশেষে একটি যুদ্ধ বিরতিতে আসতে রাজি হয়েছে তারা৷ এক বিবৃতিতে মেন্ড জানিয়েছে বুধবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে৷ চলবে আগামী ৬০দিন পর্যন্ত৷ সোমবার মেন্ড এর নেতা হেনরি ওকাহকে মুক্তি দেয় সরকার৷ ওকাহর মুক্তির জন্য চাপ দিতে রোববার মেন্ড এর জঙ্গিরা লাওস শহরের একটি তেলের ডিপোতে হামলা চালায়, এতে পাঁচ ব্যক্তি নিহত হয়৷ উল্লেখ্য, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ওকাহকে গত সেপ্টেম্বরে এঙ্গোলা থেকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়৷ তবে জঙ্গি হামলা ঠেকানোর জন্য অবশেষে তাকে ক্ষমা করতে বাধ্য হয়েছে নাইজেরিয়ার সরকার৷
মঙ্গলবার দেওয়া বিবৃতিতে মেন্ড আশা প্রকাশ করেছে যে যুদ্ধবিরতির সময়ে একটি আলোচনা শুরুর পরিবেশ তৈরী হবে৷ ওকাহর মুক্তিকে শান্তি ও সমৃদ্ধির পথে একটি পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে৷ তবে সরকারের সঙ্গে আলোচনার জন্য বেশ কিছু পূর্বশর্তের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে অন্যতম হলো তেল সমৃদ্ধ নাইজার ডেল্টা এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া৷ মেন্ড এর বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার আবশ্যকীয় শর্ত হল জিবারামাতু এলাকা থেকে সামরিক যৌথ বাহিনী সরিয়ে নেওয়া এবং আশ্রয়চ্যুত মানুষদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা৷ উল্লেখ্য, জিবারামাতু প্রদেশে গত কয়েক মাস ধরে সরকারী বাহিনী এবং মেন্ড জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ দেশের দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংঘর্ষের কারণে বিগত সাড়ে তিন বছরে নাইজেরিয়ার ৩০ শতাংশ তেল উৎপাদন কমে গিয়েছে৷ উল্লেখ্য, পৃথিবীর অষ্টম তেল রপ্তানিকারক দেশ হল নাইজেরিয়া৷ রফতানি আয়ের শতকরা ৯০ ভাগ আসে জ্বালানি তেল থেকে৷
নাইজেরিয়ার সরকার বিরোধী প্রধান বিদ্রোহী দল ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে৷ দলের নেতা হেনরি ওকাহকে সরকার মুক্তি পাওয়ার একদিন পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হল৷
নাইজেরিয়ার খনিজ তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে সক্রিয় বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী এমানসিপেশন অব দ্য নাইজার ডেল্টা বা মেন্ড৷ দীর্ঘদিন ধরে তারা নাইজার ডেল্টা এলাকায় কর্মরত বিদেশী তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে সহিংস কর্মকান্ড চালিয়ে যাচ্ছে৷ অবশেষে একটি যুদ্ধ বিরতিতে আসতে রাজি হয়েছে তারা৷ এক বিবৃতিতে মেন্ড জানিয়েছে বুধবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে৷ চলবে আগামী ৬০দিন পর্যন্ত৷ সোমবার মেন্ড এর নেতা হেনরি ওকাহকে মুক্তি দেয় সরকার৷ ওকাহর মুক্তির জন্য চাপ দিতে রোববার মেন্ড এর জঙ্গিরা লাওস শহরের একটি তেলের ডিপোতে হামলা চালায়, এতে পাঁচ ব্যক্তি নিহত হয়৷ উল্লেখ্য, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ওকাহকে গত সেপ্টেম্বরে এঙ্গোলা থেকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়৷ তবে জঙ্গি হামলা ঠেকানোর জন্য অবশেষে তাকে ক্ষমা করতে বাধ্য হয়েছে নাইজেরিয়ার সরকার৷
মঙ্গলবার দেওয়া বিবৃতিতে মেন্ড আশা প্রকাশ করেছে যে যুদ্ধবিরতির সময়ে একটি আলোচনা শুরুর পরিবেশ তৈরী হবে৷ ওকাহর মুক্তিকে শান্তি ও সমৃদ্ধির পথে একটি পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে৷ তবে সরকারের সঙ্গে আলোচনার জন্য বেশ কিছু পূর্বশর্তের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে অন্যতম হলো তেল সমৃদ্ধ নাইজার ডেল্টা এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া৷ মেন্ড এর বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার আবশ্যকীয় শর্ত হল জিবারামাতু এলাকা থেকে সামরিক যৌথ বাহিনী সরিয়ে নেওয়া এবং আশ্রয়চ্যুত মানুষদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা৷ উল্লেখ্য, জিবারামাতু প্রদেশে গত কয়েক মাস ধরে সরকারী বাহিনী এবং মেন্ড জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ দেশের দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংঘর্ষের কারণে বিগত সাড়ে তিন বছরে নাইজেরিয়ার ৩০ শতাংশ তেল উৎপাদন কমে গিয়েছে৷ উল্লেখ্য, পৃথিবীর অষ্টম তেল রপ্তানিকারক দেশ হল নাইজেরিয়া৷ রফতানি আয়ের শতকরা ৯০ ভাগ আসে জ্বালানি তেল থেকে৷