সার্ক অঞ্চলে যৌথ পানি ব্যবস্থাপনার প্রস্তাবে কালামের সমর্থন

সার্ক অঞ্চলে যৌথ পানি ব্যবস্থাপনার প্রস্তাবে কালামের সমর্থন
ঢাকা, জুলাই ১৯ - ভারতের সফররত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) চেতনার আলোকে এ অঞ্চলে একটি যৌথ পানি ব্যবস্থাপনা উদ্যোগের প্রস্তাবে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। রোববার বিকেলে মিরপুরে গ্রামীণ ব্যাংক সদরদপ্তরে এর প্রতিষ্ঠাতা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। এপিজে আবদুল কালাম এমন এক সময় বাংলাদেশ সফরে আসলেন যখন ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে বাংলাদেশে তীব্র বিতর্ক চলছে। এপিজে আবদুল কালামের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ড. ইউনূস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ অঞ্চলের পানি সমস্যা সমাধানে সার্ক দেশগুলোর প্রচেষ্টা নিয়ে কথা বলেছি।" ভারতের সাবেক এ রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে প্রফেসর ইউনূস সার্ককে আরও জোরদারের প্রায়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সার্কের চেতনার আলোকে এ অঞ্চলের দেশগুলোর জন্য পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদনে একটি যৌথ উদ্যোগের প্রস্তাব করেন। ড. ইউনূস সার্ক পাসপোর্ট এবং সার্ক বৃত্তি প্রবর্তনেরও প্রস্তাব করেন। এর জবাবে কালাম বলেন, তিনি এসব ক্ষেত্রে সার্কের আওতায় ঘনিষ্ট সহযোগিতার এ ধারণাকে পুরোপুরি সমর্থন করেন। আবদুল কালাম তিন দিনের সফরে রোববার ঢাকা আসেন। সাবেক এই রাষ্ট্রপতি রাতে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন। প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এ নৈশভোজে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মন্ত্রীসভার সদস্যরা যোগ দেন। এর আগে বিকেল ৫টার দিকে ভারতের এই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী জেট এয়ারওয়েজের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উর্দ্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ২০২০ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও জ্ঞানভিত্তিক পরাশক্তিতে উন্নীত করার পরিকল্পনার প্রবক্তা এপিজে আবদুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ভারতের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির অন্যতম প্রাণপুরুষ বিজ্ঞানী আবদুল কালামের ঢাকায় অন্য কর্মসূচির মধ্যে আছে ভিকারুননিসা নুন স্কুল পরিদর্শন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগদান। দক্ষিণ ভারতের বাসিন্দা আবদুল কালাম তামিলনাড়�র চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ভারতের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন তিনি। আবদুল কালাম মাদ্রাজের প্রযুক্তি ইনস্টিটিউট থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি নেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day