টিপাইমুখ বাঁধ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না: মনমোহন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিশরের শারম আল শেখ-এ ন্যাম শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন
পিআইডি ঢাকা, জুলাই ১৬ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না যা দুই দেশের দ্বিপাক্ষিক সস্পর্কে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু ভারত করবে না। বুধবার বিকালে মিশরের শারম আল শেখ-এর ম্যারিটিম জোলি ভেলি গলফ রিসোর্টে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এটি শেখ হাসিনার প্রথম বৈঠক। বৈঠকে দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫ মিনিটে দুই নেতা বৈঠকে মিলিত হন। বৈঠকের পর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর এ আশ্বাসের কথা তার সফরসঙ্গী সাংবাদিকদের জানান। তিনি আরও জানান, দুই দেশ তাদের মর্যাদা বজায় রেখে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কয়েস, প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণ, পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান ড. ইয়াহিয়া মাহমুদ আল মধুরি, জর্ডানের প্রধানমন্ত্রী নাদের আল তাহবির ও ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।