উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ হচ্ছে
উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ হচ্ছে
হুমায়ুন কবির খোকন: অবশেষে রংপুর বিভাগ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে রংপুরে বিভাগ চালুর বিষয়টি অনুমোদন দেয়া হয়। দেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে এই ৭ম বিভাগ গঠন করা হচ্ছে। সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে রংপুর বিভাগ করার প্রসৱাবটি উত্থাপন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসৱাবে সায় দিয়ে বলেন, রংপুরকে বিভাগ করা আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। প্রশাসনিক বিকেন্দ্রিকরণের জন্যে রংপুর বিভাগ করা জরুরি। আলোচনার পর প্রসৱাবটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী বৈঠকে জানান, তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিভাগ স্থাপনের ভিত্তি প্রসৱর স্থাপন করবেন। এ ব্যাপারে বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের গতকাল বলেন, রংপুর বিভাগ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও তার নির্বাচনি এলাকায় এ দাবি বাসৱবায়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দাবিটি পূরণ হওয়ায় উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। রংপুর বিভাগ ওই অঞ্চলের তিনটি পুরোনো জেলা সহ নবগঠিত ৮টি জেলার সমন্বয়ে গঠিত হবে। জেলাগুলো হচ্ছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে জাতীয় সংসদে রংপুরকে বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন। সম্পাদনা: হাসান জাকির