অপ্রত্যাশিত উপহার!

অপ্রত্যাশিত উপহার!
ডেস্ক রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান গেন্নাদি জুগানভের ৬৫তম জন্মদিনে ব্যতিক্রমী উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভস্নাদিমির পুটিন। জুগানভকে সোভিয়েত ইউনিয়নের প্রথম দিককার একটি কমিউনিস্ট ম্যানিফেস্টো উপহার দেন পুটিন। ১৮৪৮ সালে লেখা এ ম্যানিফেস্টোর দুই লেখক কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলসের আইডিয়াগুলোকে ‘আকর্ষণীয়’ ও ‘গুরম্নত্বপূর্ণ’ বলেও মনৱব্য করেন তিনি। রোববার জুগানভের সঙ্গে নিজ বাসভবনে আলাপচারিতায় এ মনৱব্য করেন পুটিন। জন্মদিনের উপহারকে ‘অপ্রত্যাশিত’ মনৱব্য করে পুটিনের প্রশংসা করেন জুগানভ। উলেস্নখ্য, ১৯১৭ থেকে ১৯৯১ সাল পর্যনৱ সাবেক সোভিয়েত ইউনিয়ন শাসন করে কমিউনিস্ট পার্টি। সূত্র : এএফপি

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day