বস্টন প্রবাসী অর্থনীতিবিদ ড. মোমেনকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হচ্ছে
বস্টন প্রবাসী অর্থনীতিবিদ ড. মোমেনকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হচ্ছে
এনা, নিউইয়র্ক থেকে সৌদি আরবে নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক ড. এ কে এ মোমেনকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই এ লক্ষ্যে যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঢাকাস্থ প্রধানমন্ত্রীর সচিবালয়ের একাধিক সূত্রে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে। উল্লেখ্য যে, বস্টনে ফ্রেমিংহ্যাম স্টেট ইউনিভার্সিটিতে ব্যবসা ও অর্থনৈতিক প্রশাসন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সিলেটের সন্তান ড. মোমেনকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু প্রথা অনুযায়ী সৌদি প্রশাসন তাকে অনুমোদন দেয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সৈনিক দীর্ঘদিন যাবত প্রবাসে থাকলেও বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সোচ্চার রয়েছেন। একইভাবে ইসলামের নামে জঙ্গিবাদে মদদদাতাদের বিরুদ্ধেও তিনি গবেষণা চালাচ্ছেন। বিশেষ করে, সৌদি আরবে কর্মরত বাংলাদেশী কর্মীদের সাথে লাগাতার দুর্ব্যবহারের বিরুদ্ধেও ড. মোমেন সোচ্চার ছিলেন। ইতিপূর্বে তিনি যুক্তরাষ্ট্র ফেডারেল প্রশাসনের একটি প্রকল্পের সমন্বয়কারী হিসেবে সৌদি আরবে ছিলেন কয়েক বছর। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের পরিকল্পনা গ্রহণের সংবাদকেও প্রবাসীরা স্বাগত জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বার্থোদ্ধারের ক্ষেত্রে ড. মোমেনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছেন প্রবাসীরা।