বগুড়ায় আবারও যুদ্ধাপরাধী পিতার বিচার চাইলেন পুত্র-কন্যা
বগুড়ায় আবারও যুদ্ধাপরাধী পিতার বিচার চাইলেন পুত্র-কন্যা
মোঃ নাজমুল হুদা নাসিম, বগুড়া থেকেঃ বগুড়ায় আবারও যুদ্ধাপরাধী বাবা ওসমান বিহারী ও তার অপকর্মের সঙ্গীদের বিচার চাইলেন ঔরশজাত মেয়ে শবনম খানম এবং ছেলে তারেক হাসান খান পাপ্পু। গতকাল দুপুরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেমলনে তারা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। ‘যুদ্ধাপরাধী বিচার বাস্তবায়ন কমিটি’র আহবায়ক পাপ্পু জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে যুদ্ধাপরাধী ও তাদের দোষরদের বিচার বাস্তবায়নে এ সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, যুদ্ধের সময় বাবা ওসমান বিহারী ও তার লোকজন পাকহানাদার বাহিনীর সহযোগিতায় বগুড়া জেলায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট ও নির্যাতনের রাজত্ব কায়েম করে। শহরে বিভিন্ন বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষন, জনগণকে গাছে ঝুলিয়ে নির্যাতন করে। তারা শহরে চকলোকমান এলাকার আবদুস সাত্তার, শুকুর আলী, কমর আলী, কাফিল উদ্দিন, আসাব আলী, সহিম উদ্দিন ও বেজোড়া এলাকায় দু’ভাইকে জবাই করেছিল। শহরে থানার নিকটে ব্যবসায়ী মোমিনকে গুলি ও তার নাতী কিশোর গুলজারকে গুলি করে হত্যা এবং তার লাশ গুম করে। কামরুজ্জামান নামে এক ব্যবসায়ীকে টাকা হাতিয়ে নিয়ে গুম করা হয়েছে। গুলজার হত্যা মামলা হলেও পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করছে। পাপ্পু আরও জানান, ওসমান বিহারী ও তার লোকজন শুধু মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের সাথে জড়িত নয়, রাষ্ট্র বিরোধী চক্রান্তেও জড়িত। অবৈধ পণ্য চোরাচালান, মানি লন্ডারিংসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সংবাদ সমেমলনে তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পেরে বাঙালি জাতী হিসেবে আমরা আজও পরিপূর্ণ হতে পারিনি। তিনি বলেন, আশা করি বর্তমান সরকার দ্রুত এদের বিচার করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। সংবাদ সমেমলনে অন্যান্যের মধ্যে ‘যুদ্ধাপরাধী বিচার বাস্তবায়ন কমিটি’র নেতা মেহেদী হাসান নয়ন, রায়হান হোসেন, ফরহাদ শেখ, ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।