বাংলাদেশ থেকে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ

বাংলাদেশ থেকে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ

একুশ শতকের সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে, আগামী বুধবার৷ পুরো বাংলাদেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা গেলেও বাংলাদেশের উত্তরাংশের শহর পঞ্চগড় জেলা থেকেই শুধুমাত্র পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করা যাবে৷

বলা হচ্ছে, আগামী ১০৫ বছরের মধ্যে এই ধরণের পূর্ণ সূর্য গ্রহণ আর দেখা যাবে না৷ আর এই ঐতিহাসিক ঘটনায় নিজেদেরকে সাক্ষী রাখতে সারা দেশ থেকে মানুষ এখন ছুটছেন পঞ্চগড়ের দিকে৷ পঞ্চগড় জেলা প্রশাসক বনমালি ভৌমিক একটি সংবাদ সংস্থাকে জানায়, জেলা ইতোমধ্যেই পর্যটকে ভরে গেছে৷ কোন রেস্টা হাউজ , হোটেল বা বোর্ডিং এখন আর খালি নেই৷ বাড়তি এই পর্যটকের চাপ সামাল দিতে জেলা প্রসাশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা ইতোমধ্যেই নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক৷
সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসে তখন সূর্য গ্রহণ হয়৷ আগামী ২২ জুলাই যে সূর্যগ্রহণ হবে তা পঞ্চগড় শহর থেকে দেখলে মনে হবে, সূর্যকে চাঁদ পুরোটাই আড়াল করে রেখেছে৷ এটি স্থায়ী হবে ছয় মিনিট ৩৯ সেকেন্ড৷ রাজধানী শহর ঢাকার মানুষ এই সূর্যগ্রহণ দেখতে পাবেন ৯৭ ভাগ৷ বাংলাদেশ এ্যাসট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রধান এফ আর সরকার সংবাদ সংস্থাকে জানান, দেশের মানুষের মধ্যে বিষয়টি নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে৷
বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তরের ছোট একটি এলাকা থেকে এবং নেপালের পূর্বাংশ, ভুটান ও চীনের কিছু অংশের অধিবাসীরা এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবেন৷

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day