তথাকথিত সভ্য সমাজে বর্ণবাদের নির্মম বলি মারওয়া আল-শেরবিনি

তথাকথিত সভ্য সমাজে বর্ণবাদের নির্মম বলি মারওয়া আল-শেরবিনি











স্বামীর সঙ্গে মারওয়া আল-শেরবিনি
সম্প্রতি জার্মানির ড্রেসডেন শহরের একটি আদালতে সাক্ষ্য দিতে এসে, এক বিদেশি-বিদ্বেষীর হাতে নিহত হন ৩২ বছর বয়স্ক এক মিশরীয় যুবতী শেরবিনি৷ মৃত্যুর সময় তিনি ৩ মাসের অন্ত:সত্বা ছিলেন এবং রেখে গেলেন ৩ বছরের ছেলে মুস্তাফাকে৷
১৮ বার ছুরিকাঘাতে শেরবিনিকে নৃশংসভাবে যে হত্যা করে, সে আর কেউ নয় - মামলার আসামী স্বয়ং৷ নাম - অ্যাক্সেল৷ রাশিয়ান বংশোদ্ভূত এক জার্মান নাগরিক৷ ছয় বছর ধরে সে জার্মানিতে আছে৷ আদালত কক্ষে বিচারকদের সামনেই হত্যা করে শেরবিনিকে৷ তবে এখানেই শেষ নয়৷ শেরবিনির স্বামী আলবি আলি ওকাজ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও ৩ বার ছুরিকাঘাত করে অ্যাক্সেল৷ তদুপরি ঘাতক মনে করে আলবির পায়েই ভুল করে গুলিবর্ষণ করে পুলিশ৷

মারওয়া আল-শেরবিনির মরদেহ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ
উল্লেখ্য, ২০০৮ সালের আগস্ট মাসে একটি পার্কে শেরবিনিকে হিজাব পরার কারণে ইসলামপন্থী, সন্ত্রাসী এবং বেশ্যা বলে গালি দেয় অ্যাক্সেল৷ শুধু তাই নয়, শেরবিনির মাথার ওড়নাও টান দিয়ে খুলে ফেলে মুসলিম বিদ্বেষী এই যুবক৷ এরপর, অ্যাক্সেল-এর বিরুদ্ধে উৎপীড়ন ও হয়রানির মামলা করে শিরবিনি৷ অপরাধ প্রমাণিত হলে, অ্যাক্সেলকে ৭৫০ ইউরো জরিমানা করে আদালত৷
কিন্তু, হাল ছাড়ার পাত্র ছিলেন না অ্যাক্সেল৷ ড্রেসডেন শহরের একটি আদালতে আবারো আপিল করে সে৷ আর সে সূত্রেই গত বুধবার, অর্থাৎ ১লা জুলাই, আদালতে সাক্ষ্য দিতে আসেন শেরবিনি৷ শিকার হন এহেন অনাকাঙ্খিত হামলার৷ শেষ পাওযা খবর অনুযায়ী, শেরবিনির স্বামী ওকাজ গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রয়েছেন৷ তাঁর ফুসফুস এবং যকৃৎ ঠিক মতো কাজ করছে না বলে জানান চিকিৎসকরা৷ ওকাজ ড্রেসডেনের মাক্স প্লাঙ্ক ইস্টিটিউটে গবেষণার কাজ করছিলেন৷
রবিবার শিরবিনির মৃতদেহ নিয়ে যাওয়া হয় মিশরে৷ তখন কায়রো বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর পরিবারবর্গ ছাড়াও মিশরের জার্মান রাষ্ট্রদূত ব্যার্ণড এরবেল এবং অন্যান্য কূটনীতিকরা৷






প্রতিবাদ
এদিকে, শেরবিনির এই নৃশংস হত্যাকান্ডের পর ক্ষোভ এবং নিন্দার ঝড় ওঠে মিশরে এবং জার্মানি সহ বহু দেশে৷ মঙ্গলবার শেরবিনির দাফন অনুষ্ঠানে, হাজার হাজার মানুষের সমাবেশ প্রতিবাদ বিক্ষোভের রূপ নেয়৷ আলেকজান্দ্রিয়ার আল-কায়িদ ইব্রাহিম মসজিদে অনুষ্ঠিত স্মরণসভায় তিল ধারনের জায়গা ছিল না এদিন৷ সেখানে ৩ মাসের অন্ত:সত্বা শেরবিনিকে 'হিজাবের শহীদ' নামে আখ্যায়িত করা হয়৷ এছাড়া, মিশরের গ্রান্ড ইমাম শেইখ মোহাম্মদ সৈয়দ তানতাভী শেরবিনির হত্যাকারীর কঠোর শাস্তির দাবি জানান৷ একই দাবি জানিয়েছে জার্মানির মুসলিম এবং ইহুদি সম্প্রদায়৷ জার্মান সরকার এই হামলাকে ঘৃণ্য এক কাজ বলে অভিহিত করেছে৷ জার্মানির মাক্স প্লাঙ্ক সংস্থাও কটোর নিন্দা জানিয়ে বলেছে, এ হল বিদেশি-বিদ্বেষ প্রসূত এক ঘৃণ্য কাজ৷ আরব লীগের মহাসচিব আমর মুসা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন একটা ঘটনা মুসলিম ও পশ্চিমা বিশ্বের মধ্যেকার সংলাপের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলে ধরেছে৷

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day