শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরি হারিয়েছেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা
শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরি হারিয়েছেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা
শৃঙ্খলাভঙ্গের কারণে সেনাবাহিনীর তরুণ ও মধ্যমসারির বেশ কয়েকজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন। গত ২৫ ফ্রেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের পরে এসব কর্মকর্তা নিয়মভঙ্গ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঔদ্ধত আচরণ এবং ইন্টারনেটের মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। সেনা সূত্র জানায়, যে কোনো অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে দরবার বা অনুরূপ বিভিন্ন ফোরাম রয়েছে। এছাড়া রিড্রেস অব গ্রিভেন্সের মাধ্যমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ আনার রীতি রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদস্যরা নিয়মিত রীতিতে তাদের ক্ষোভের কথা না জানিয়ে সহিংস পন্থা বেছে নিয়ে সুশৃঙ্খল বাহিনীর নিয়ম ভঙ্গ করে। বিডিআর সদস্যদের নৃসংশ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সেনাবাহিনীর কিছু তরুণ এবং মধ্যমসারির কর্মকর্তা প্রধানমন্ত্রী, সেনা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে চিৎকার, চেচামেচি, নিজ র্যাংক ছিঁড়ে ফেলা, চেয়ার ভাঙ্গাসহ ঔদ্ধত আচরণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সেনাকর্মকর্তাদের বৈঠক ইউটিউবের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তির ক্ষতি করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।