ইউরোপীয় নির্বাচনে মধ্য-ডানপন্থীরা জয়ী
ইউরোপীয় নির্বাচনে মধ্য-ডানপন্থীরা জয়ী
এবারের ইউরোপীয় নির্বাচনে ভোট গ্রহণের হার ছিলো সবচে কম. ইউরোপীয় সংসদের নির্বাচনে মধ্য-ডানপন্থী দলগুলো পরিস্কারভাবে জয়ী হয়েছে৻ তাদের এই সাফল্য এসেছে মধ্য-বামপন্থী দলগুলোর খারাপ ফল করার কারনে৻ সংবাদদাতারা বলছেন যে, বর্তমান অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে মধ্য-বামপন্থীরা ভালো করবে বলে ধারণা করা হয়েছিলো৻ ফ্রান্স, জার্মানী, ইটালি এবং পোল্যান্ডে সরকারে থাকা মধ্য-ডানপন্থী দলগুলো জয়লাভ করেছে যেখানে ব্রিটেন ও স্পেনে দক্ষিণপন্থী প্রধান বিরোধী দলগুলো ভালো করেছে৻
তিরিশ বছর আগে সরাসরি ভোটে ইউরোপীয় নির্বাচন শুরু হওয়ার পর এবার সবচেয়ে কম ভোট পড়েছে৻ ভোট গ্রহণের হার ছিলো ৪৩ শতাংশ৻ পর্যবেক্ষকরা বলছেন যে, ভোটারদের অনেকেই ইউরোপীয় সংসদকে বিশ্বাস করেন না৻ ক্রমবর্ধমান বেকারত্বের মাঝে মনে করা হয়েছিলো বরাবর যেসব দল কর্মহারাদের সমর্থন করেছে সেই মধ্য-বামপন্থী দলগুলোই ইউরোপীয় নির্বাচনে ভালো করবে৻ কিন্তু তা হয়নি৻ ভোটাররা মধ্য-ডানপন্থীদের পক্ষেই তাদের রায় দিয়েছে৻
ইংল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরী, অস্ট্রিয়া এসব দেশে অবশ্য অভিবাসনবিরোধী জাতীয়তবাদী চরম ডানপন্থী দলের প্রতি জোরালো সমর্থন লক্ষ্য করা যাচ্ছে৻ যেমন ব্রিটেনে ব্রিটিশ ন্যাশনাল পার্টি, যারা তাদের দলে কোনো অশ্বেতাঙ্গ সদস্যও অন্তর্ভুক্ত করেনা, তারা প্রথমবারের মতো ইউরোপে ব্রিটেনের প্রতিনিধিত্ব করতে চলেছে৻ হাংগেরির চরম ডানপন্থীরাও ভালো করেছে
ক্ষমতাসীন লেবার সরকারের একজন মন্ত্রী অ্যান্ডি বারনহাম বলছেন যে চরম ডানপন্থীদের প্রতি ভোটারদের এই সমর্থন উপেক্ষা করা চলবে না৻
একই মনোভাব প্রকাশ করা হয়েছে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির তরফ থেকেও৻ তারা ব্রিটেনে সবাইতে বেশী ভোট পাওযায় স্বাভাবিকভাবেই খুশি দলনেতা ডেভিড ক্যামেরুন, তবে বিএনপির ভালো ফলাফলে তিনিও আশঙ্কিত৻ তবে বিবিসির বিশ্লেষকরা অবশ্য এ কথার দিকেও দৃষ্টি আকর্ষণ করছেন যে বিএনপি দুটি আসন পেলেও তাদের ভোট কিন্তু দুহাজার চার সালের ইউরোপীয় নির্বাচনের চাইতে কমেছে৻
তা সত্বেও এই নির্বাচনে ব্রিটেনে ক্ষমতাসীন লেবার দলের ভরাডুবি বিপন্ন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অবস্থান যে আরো দুর্বল করে তুলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই৻
The European Commission is adopting a communication on a five-year EU action plan for cooperation in judicial matters and home affairs, known as the Stockholm Programme.
This initiative will present the common priorities and objectives for the future development of the EU as an area of freedom, security and justice, and determine the means and initiatives to best achieve this at EU level. It will build on key strategic documents such as the European Pact on Immigration and Asylum, the Communications of 17 June 2008 on Immigration and Asylum, the Communication on e-justice and the Action plan on drugs.
The plan includes police and customs cooperation, rescue services, criminal and civil law cooperation, asylum, migration, visas and checks at external borders, etc.
Under the slogan 'Broader Freedom in a safer Europe', the core areas for the strategy over the next five years are the following:
A Europe of rights: to strengthen citizens' rights;
A Europe of justice: to enable free movement of citizens;
To safeguard EU citizens towards a pluri-integrated society;
A Europe built in solidarity and responsibility on immigration and asylum;
The background:
The first strategic action plan in the area of justice and home affairs was adopted in Tampere in 1999. The next step to define the objectives and a calendar for each concrete JLS action was within the Hague Programme, which was adopted in November 2004 and expired in December 2009. Producing guidelines for future work in the form of a new action plan, the Stockholm Programme, will be a major and important negotiating task for the Swedish Presidency.
On 25 September 2008 the European Commission launched a public consultation on the scope of future cooperation directed at the Member States, national parliaments, the general public and other stakeholders. The Programme will be discussed at the informal JHA Council in Stockholm in July 2009 and is expected to be adopted at the EU Summit in December 2009.
The issues will affect several ministries in the Member States' government offices, including the Ministry of Justice, the Ministry of Finance, the Ministry of Defense and the Ministry of Integration and Gender Equality.
The event:
12.30: Press Conference by President Barroso and Vice President Barrot in the Press room of the Berlaymont, Brussels.
Political group Number of seats Score in %
EPP-ED 263 35.7,
PES 161 21.9 ,
ALDE 80 10.9 ,
GREENS/EFA 52 7.1 ,
UEN 35 4.8 ,
GUE/NGL 33 4.5 ,
IND/DEM 19 2.6,
Others 93 12.6,
Legend:
EPP-ED : Group of the European People's Party (Christian Democrats) and European Democrats
PES : Socialist Group in the European Parliament
ALDE : Group of the Alliance of Liberals and Democrats for Europe
UEN : Union for Europe of the Nations Group
GREENS/ EFA : Group of the Greens / European Free Alliance
GUE/ NGL : Confederal Group of the European United Left - Nordic Green Left
IND/ DEM : Independence/Democracy Group
Election yearTurnout (in %)
1979 - EU9 61.99,
1984 - EU10 58.98,
1989 - EU12 58.41 ,
1994 - EU12 56.67 ,
1999 - EU15 49.51 ,
2004 - EU25 45.47 ,
2009 - EU27 42.94,
1984 - EU10 - The 9 Member States + Greece in 1981.
1989 - EU12 - The 10 Member States + Spain and Portugal in 1986.
1994 - EU12 - 12 Member States.
1999 - EU15 - The 12 Member States + Austria, Sweden and Finland in 1995.
2004 - EU25 - The 15 Member States + Poland, Hungary, Slovenia, Slovakia, the Czech Republic, Estonia, Latvia, Lithuania, Cyprus and Malta in 2004.
2009 - EU27 - The 25 Member States + Bulgaria and Romania in 2007.