দক্ষিণ এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১০ কোটি বেড়েছে: ইউনিসেফ
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১০ কোটি বেড়েছে: ইউনিসেফ
নয়া দিল্লি, জুন ২ (রয়টার্স)--- বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, খাবার ও তেলের উচ্চমূল্যের কারণে দক্ষিণ এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা গত দুই বছরে ১০ কোটি বেড়েছে। ইউনিসেফের প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ৪০ কোটিরও বেশি মানুষ এখন ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে। এ অঞ্চলে ৪০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মাত্রা। বহু দেশেই মাথাপিছু আয় বাড়লেও লোকজনের ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণের হার বাড়েনি বরং কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এ অঞ্চলের মোট জনসংখ্যার ১ দশমিক ১৮ বিলিয়ন অর্থাৎ, তিন-চতুর্থাংশ মানুষের আয় দিনে ২ ডলারের কম। ৫ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকাংশই অপুষ্টির শিকার। প্রতিবেদনটি প্রকাশের পর জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর কনসালটেন্ট অনিরুদ্ধ বণ্যার্জি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, "আমরা সংকটের দ্বারপ্রান্তে রয়েছি।" আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা পরিস্থিতির নিরীখে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে আরও বলা হয়, দ্রব্যের উচ্চমূল্যের কারণে এ অঞ্চলের গরিব পরিবারগুলো খাবারের পেছনেই তাদের আয়ের সিংহভাগ ব্যয় করে, স্বাস্থ্য, শিক্ষার মতো অন্যান্য প্রয়োজনীয় ব্যয় কমানোসহ চড়াসুদে অর্থ ধার করে। এভাবে তারা আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।