৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো
৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো
বিশ্ব বিখ্যাত মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি 'বোয়িং' পঞ্চম বারের মতো তাদের ৭৮৭ ড্রিমলাইনার-এর সরবরাহ এবং প্রথম ফ্লাইটটি স্থগিত করেছে৷ মার্কিন এই কোম্পানিটি জানায়, ড্রিমলাইনার চালু হতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে৷
প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ৩৮০-র মতো এ বিমান দৈত্যাকার নয়৷ অর্থাৎ, ভাসমান শহরের মতো এখানে জিম, ক্যাসিনো, বার ইত্যাদি না থাকলেও, মাঝারি আকারের এই বিমানটি দেখতে ভীষণ মিষ্টি৷ এখনও ফ্যাক্টরিতে থেকে গেলেও, কার্বন-ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি এই বিমানটিতে থাকছে বর্ধিত জানালা এবং কম শব্দের ইঞ্জিন৷ তার ওপর ৭৮৭ ড্রিমলাইনার অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং ফলত ফ্লাইটে সময় লাগবে কম৷ ৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো
কিন্তু, আবারও বিলম্ব কেন ? বোয়িং কোম্পানির প্রেসিডেন্ট স্কট কারসন জানান যে, বিমানটির ডানার এবং তার পার্শ্ববর্তী জায়গার কিছুটা পরিবর্তন প্রয়োজন৷ আর এই গোলোযোগ সাম্প্রতিক একটি পরীক্ষাতে ধরা পড়ায়, এবার ফ্যাক্টরিতেই আরো কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কারসন৷
প্রসঙ্গত, 'নতুন প্রজন্মে'র প্রায় চারটি ড্রিমলাইনার কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান৷ এছাড়াও, থাকছে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং দুটি ৭৩৭-৮০০৷ সব কিছু ঠিক থাকলে আগামী ৩০-শে জুন অবশেষে আকাশ পথে পাড়ি দেবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার৷ স্বপ্নের মতোই!