যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপ সহ্য করবো না: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপ সহ্য করবো না: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, জুন ৯ - পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার সংসদে সুস্পষ্টভাবে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে কোনো দেশের হস্তক্ষেপ সরকার সহ্য করবে না। বাংলাদেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক যুদ্ধাপরাধীদের বিচারকে প্রভাবিত করবে না বলে জানান তিনি। দীপু মনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সেদেশের এক সরকারি কর্মকর্তার মন্তব্যের পর মহাজোট সরকারের শরীক এক সাংসদ রাশেদ খান মেনন সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছিলেন। দীপু মনি বলেন, "আমি এই সংসদ ও জনগণকে নিশ্চয়তা দিতে চাই যে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে বিশ্ব জনমত আমাদের সঙ্গে আছে।" "সকলের সহযোগিতায় আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে প্রতিশ্র"তিবদ্ধ", বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আজ আমি স্পষ্ট করে দিতে চাই যে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।" বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকলেও কোনো দেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো উপায় নেই বলে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।" এ সময় সাংসদরা টেবিল চাপড়ে দীপু মনির বক্তব্যের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তিনি এরই মধ্যে বিশ্ব স�প্রদায়কে অবহিত করেছেন এবং তারা সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নতুন কোনো ঘটনা নয়, বিশ্বের অনেক দেশেই এ ধরনের বিচার হয়েছে বলে তিনি জানান। দীপু মনি বলেন, এ ব্যাপারে জাতিসংঘ 'কৌশলগত' সমর্থন দেবে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা ও যুদ্ধাপরাধীদের বিচারে জনগণের দাবিই বাংলাদেশকে যুদ্ধাপরাধীদের বিচার করতে উৎসাহিত করেছে বলে তিনি জানান। যুদ্ধাপরাধীদের বিচারে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানান। প্রস্তাবটি ২৯ জানুয়ারি গৃহীত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ খলিল গত রোববার বলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে ঢাকা এগিয়ে গেলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক 'শীতল' হবে।