সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ট ই.ইউ.-র সভাপতি হিসেবে তাঁর দেশের অগ্রাধিকারের একটা রূপরেখা তুলে ধরেন
EU.ই.ইউ. সম্পর্কে সুইডেনের মনোভাব বদলাচ্ছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ট ই.ইউ.-র সভাপতি হিসেবে তাঁর দেশের অগ্রাধিকারের একটা রূপরেখা তুলে ধরেন ১লা জুলাই থেকে সুইডেন ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব গ্রহণ করছে৷ ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়ার প্রশ্নে সুইডেন তেমন একটা উৎসাহ দেখায় না৷ মূলত অর্থনৈতিক সঙ্কটের ফলে অবশ্য সেই মনোভাব বদলাচ্ছে৷ মানুষের প্রশ্ন স্টকহোমের ই.ইউ. তথ্যকেন্দ্রের কর্মী সেসিলিয়া ম্যোলার আজ টেলিফোনে নানা প্রশ্নের জবাব দিয়ে থাকেন৷ একজন জানতে চাইলেন, ‘‘নির্বাচনের পর ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন কবে থেকে শুরু হচ্ছে৷’’ এমন সুস্পষ্ট প্রশ্ন অবশ্য ঘনঘন শোনা যায় না৷ বেশীরভাগ মানুষই নানা দৈনন্দিন সমস্যা নিয়ে অভিযোগ করে৷ সেসিলিয়া ম্যোলার এমনই কিছু উদাহরণ তুলে ধরলেন, যেমন ‘‘বেলজিয়ামে আমার আত্মীয় সঙ্গে দেখা করতে গেলে কি সঙ্গে পাসপোর্ট নিয়ে যেতে হবে?’’ আরেকজনের প্রশ্ন, ‘‘আচ্ছা, গাড়ি আমদানি করতে হলে কী করতে হবে?’’ গতকালই এক ব্যক্তি ফোন করেছিলেন, যিনি সবে জার্মানি থেকে সুইডেনে এসে বসবাস করতে শুরু করেছেন৷ তাঁর অভিযোগ, কোনো কোম্পানি তাঁকে টেলিফোন সংযোগ দিতে র