মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাথে বলিউড অভিনেতা আমির খান

আমির খানের সঙ্গে বৈঠক করলেন হিলারি ক্লিনটন


কাগজ ডেস্ক : ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার বলিউড অভিনেতা আমির খান ও শিৰার্থীদের সঙ্গে শিৰা বিষয়ক এক বৈঠকে মিলিত হন। মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে বৈঠকে হিলারি বলেন, আমির খানের সঙ্গে সাৰাতের জন্য তিনি উন্মুখ হয়েছিলেন। শিৰা নিয়ে কাজ করার জন্য তিনি প্রশংসা করেন বলিউড তারকার। জেভিয়ার্স কলেজের ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন হিলারি। ভারতের কারিগরি শিৰার ভূঁয়সী প্রশংসা করে হিলারি বলেন, প্রতিভা ও সুযোগের মধ্যে যে দূরত্ব তা ঘোঁচাতে যুক্তরাষ্ট্র ও ভারতের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এ বৈঠকের আয়োজন করে শিশুদের শিৰাবিষয়ক এনজিও ‘টিচ ইন্ডিয়া’। এই সংস্থার প্রতিনিধিত্ব করেন আমির খান। হিলারি ক্লিনটনের গতকাল দিলিস্ন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বিরোধীদলীয় নেতা এলকে আদভানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী