সারাদেশে ওষুধ কারখানা পরিদর্শন হবে



সারাদেশে ওষুধ কারখানা পরিদর্শন হবে

ঢাকা, জুলাই ২৩ (টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে সারাদেশে ওষুধ কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, "কমিটিতে তিনজন বিশেষজ্ঞ থাকবেন। তারা সারাদেশে ওষুধ প্রস্তুতকারী কারখানাগুলো পরিদর্শন করে এক্ষেত্রে সেখানে মানসম্মতভাবে ওষুধ তৈরি হয় কিনা, তা দেখবেন। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।" ওষুধ পরীক্ষার জন্য দেশে আধুনিক একটি পরীক্ষাগার স্থাপনের জন্য সরকারের কাছে সুপারিশও করেছে সংসদীয় কমিটি। দেশে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দুটি ওষুধ পরীক্ষাগার থাকলেও সেখানে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন। গঠিত কমিটির আহ্বায়ক নাজমুল ফার্মেসি বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী। স�প্রতি দেশে কিডনি অকেজো হয়ে ২৪টি শিশু মারা গেছে। জ্বরের ওষুধ হিসেবে নিু মানের প্যারাসিটামল সিরাপ পানই তাদের মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা