টিপাইমুখ নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: জাপা মহাসচিব

টিপাইমুখ নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: জাপা মহাসচিব
পটুয়াখালী, জুলাই ১৭ (টোয়েন্টিফোর ডটকম) - ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, "ভারতের সঙ্গে আলোচনা করে টিপাইমুখ ইস্যুর সমাধান করা হবে। এ নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।" শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালী পুরাতন টাউন হলে জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন এ কথা বলেন। তিনি বলেন, "ভারত যত শক্তিশালীই হোক না কেন, দেশ ও জাতির স্বার্থে মহাজোট মাথা উঁচু করে টিপাইমুখ ইস্যুর সমাধান করবে।" জেলা জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না আমিন ও আবদুর রাজ্জাক খান। সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের স্থানীয় নেতা মো. জাফর উল্লাহ, জাকির মাহমুদ সেলিম, খাইরুল আলম মামুন প্রমুখ।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী