ফ্রান্সে কাউকে বোরখা পরতে দেয়া হবে নাঃ সারকোজি

ফ্রান্সে কাউকে বোরখা পরতে দেয়া হবে নাঃ সারকোজি
ফ্রান্সে বোরখাকে স্বাগত জানানো হবে না এবং ফ্রান্সে কাউকে বোরখা পড়তে দেয়া হবে না। ১৫০ বছরের মধ্যে ফ্রান্সের সংসদ সদস্যদের উদ্দেশ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের দেয়া প্রথম বক্তৃতায় এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। সরকোজি বলেন, বোরখা কোনো ধর্মীয় আদর্শ নয় এবং ধর্মীয় রীতির কারণেও বোরখাকে ফ্রান্সে নিষিদ্ধ করা হচ্ছে না। ফ্রান্স সব ধর্মকেই শ্রদ্ধা করে কিন্তু বোরখা হলো ধর্মীয় আদর্শের অপব্যবহার। বোরখা নারীর পরাধীনতা এবং অধনসত্মতাকেই তুলে ধরে। একটি গণতান্ত্রিক এবং সম অধিকারের দেশ হিসেবে ফ্রান্স নারীর প্রতি এই বৈষম্যকে মেনে নিয়ে পারে না। উলেস্নখ্য সারকোজি ২০০৮ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বোরখা নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানিয়েছিলেন কিন্তু ওবামা ওই প্রসত্মাব সরাসরি প্রত্যাক্ষান করেন। প্রেসিডেন্ট সারকোজি বোরখা নিষিদ্ধ করাকে সংবিধানের অংশ করতে চান এজন্য গত সপ্তাহে সংসদে একটি বিল উত্থাপন করেন। এ পর্যনত্ম ৮০ জন সাংসদ এ বিলে স্বাক্ষর করেছেন। বোরখা নিষিদ্ধ করাকে তার বর্তমান সরকারের প্রধান কর্মসূচি হিসেবেও উলেস্নখ করেন তিনি। তবে ফ্রান্স গ্রিন পার্টি এবং সোশ্যাল কমিউনিস্ট পার্টি এ বিলের বিরোধিতা করেছে এবং এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা