Posts

Showing posts from December, 2009

বিদায় ২০০৯

Image
বিদায় ২০০৯ উত্তম চক্রবর্তিঃ আজ আলোড়িত বর্ষ বিদায়ের দিন। বহু ঘটনার জন্ম দিয়ে মহাকালের পরিক্রমায় বিদায় নিল আরও একটি বছর। বাংলাদেশের ৩৮ বছরের অনেক ইতিহাস বদলে দিয়েছে বিদায়ী বছরটি। সূচনা করেছে জাতীয় জীবনে ও রাজনীতির ইতিহাসে এক অভিনব অধ্যায়ের। দুই বছরের অগণতান্ত্রিক শাসনের অবসান, গণতন্ত্রের পুনরুজ্জীবনের মাধ্যমে ২০০৯ সালের যাত্রা শুরম্ন। এরপর অনেক ঘটনা-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উতরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে এই বছরটি। আজ রাতটুকু পেরোলেই কাল পূর্বাকাশে উঠবে যে নতুন সূর্য, সে সূর্য নতুন বছরের। নতুন আশায় বুক বেঁধে আরও একটি নতুন বছরের দিনলিপি পড়ে থাকবে পেছনে। নতুন বছরে নতুন সূর্যের অসীম প্রতীৰা মানুষের। উতসব আয়োজনের মধ্য দিয়েই মানুষ স্বাগত জানাবে ইংরেজী নতুন বছর ২০১০ সালকে। ইংরেজী পঞ্জিকার সর্বজনীনতায় কাল বিশ্ববাসীও মেতে উঠবে নতুন বছরের আগমনী আনন্দ-উলস্নাসে। মহাকালের আবর্তে হারিয়ে গেলেও বিদায়ী বছরটি দেশের মানুষের মনে দাগ কেটে থাকবে বহুকাল, বহু বছর। কারণ বিদায়ী এ বছরটি পাল্টে দিয়েছে অনেক ইতিহাস। কারণ বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত দেশে

নববর্ষ, তোমাকে অভিবাদন

Image
নববর্ষ, তোমাকে অভিবাদন সফেদ কুয়াশার বুক চিরে টকটকে লাল সূর্যটা নিয়ে এলো নতুন দিনের সন্ধান। শিশিরভেজা দূর্বাঘাস আর লাউয়ের ডগাগুলো লকলকিয়ে স্বাগত জানায় নতুন বছরকে। স্বাগতম হে ইংরেজি নববর্ষ " ২০১০ " নতুন বছর মানেই নতুন আনন্দ। নতুন পরিকল্পনা। চক্রাকারে দিবানিশির চলন্ত গতি। এ অমোঘ আইনের কোনোই ত্রুটি নেই। দিনপঞ্জির পাতা বলে দিলো ৩৬৫ দিন শেষ। বিদায় নিয়ে গেল ২০০৯ সাল। শুভ আগমন ২০১০। তাই তো ঊষার আকাশে নতুন দিনের আলোকচ্ছটা। পুরনো দিনের সব স্মৃতি পেছনে ফেলে আমরা পা রাখছি নতুন দিনের উঠানে। দেখতে দেখতেই তো সব কিছু শেষ হয়। এই তো সে দিনও যে শিশুটি বিনা নোটিশে কাঁথা-বালিশ ভিজিয়ে ফেলত, সে এখন মস্তবড় কচি-কাঁচার আসরের বাবা। দেখতে দেখতেই জন্ম, আবার দেখতে দেখতেই আমাদের মৃত্যু। এই তো জীবনধারা। বিদায়ী বছরের জীর্ণ-ক্লান্ত দিবারাত্রি আমাদের কত না কর্মের নীরব সাক্ষী! সত্যিই বিদায় বড় ব্যথার। কেমন করে যে একটি বছরে ১২টি মাস, ছয়টি ঋতু, ৫২ সপ্তাহ, ৩৬৫ দিন, আট হাজার ৭৬০ ঘণ্টা, ৫ লাখ ২৫ হাজার ৬০০ মিনিট এবং তিন কোটি ১৫ লাখ ৩৬ হাজার সেকেন্ড পেরিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল টেরই পেলাম না। গেল বছরে আমরা অনে

ওরা আমাকে দিনের পর দিন নির্যাতন করেছে : আবদুল জলিল

Image
ওরা আমাকে দিনের পর দিন নির্যাতন করেছে : আবদুল জলিল সোহেল হায়দার চৌধুরী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবদুল জলিল এমপি ওয়ান ইলেভেনের পর যারা রাজনীতিবিদদের গ্রেপ্তার ও নির্যাতন করেছে, তাদের বিরম্নদ্ধে আবারো সংসদীয় তদন্ত দাবি করে বলেছেন, যারা তারসহ রাজনীতিবিদদের চরিত্র হনন ও গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিনা কারণে অত্যাচার-নির্যাতন করেছে, প্রাণের ভয় দেখিয়ে স্বজনদের জিম্মি করে তাদের মতো করে কথা বলতে বাধ্য করেছে তাদের বিচার হওয়া উচিত। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হওয়া দরকার। নতুবা সুযোগ পেলেই অগণতান্ত্রিক শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে। গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্থ করতে চাইবে।২০০৭ সালের ২৮ মে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার হন আবদুল জলিল। প্রায় দেড় বছর তিনি বন্দি ও প্যারোলে ছিলেন। গত সোমবার তার গ্রেপ্তার ও পরবর্তী সময়ের ঘটনাবলী নিয়ে তিনি কথা বলেছেন যায়যায়দিনের সঙ্গে। আবদুল জলিল বলেন, এখনো তাকে ওই সময়ের দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে। মাঝে মধ্যে সে সময়ের কথা মনে এলে চোখ জলে ভরে যায়। দীর

জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স'বিরতা কাটাতে বেগ পেতে হচ্ছে

Image
জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স্তবিরতা কাটাতে বেগ পেতে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কাগজ প্রতিবেদক : জনগণের বিশ্বাসের মর্যাদা আমরা রৰা করবোই- এ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিন বদলের প্রতিশ্র"তি পূরণে এই সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনী ইশতেহার বাস-বায়নের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তবে জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স'বিরতা কাটিয়ে উঠতে তার সরকারকে বেগ পেতে হচ্ছে বলেও মন-ব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর ওপর শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বুড়িগঙ্গা সেতু) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামর"ল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। নবম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে তার নেতৃত্বাধীন মহাজোট সরকারের পৰ থেকে জনগণকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামাতে ইসলামী হচ্ছে হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ইসলাম ঃ শাহরিয়ার কবির

জামাতে ইসলামী হচ্ছে হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ইসলাম : শাহরিয়ার কবির ভিওবিডি, টাঙ্গাইল থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামাত ইসলামী এবং আমিনীদের ব্যবসা বন্ধ হবে বলে তারা আজ শিক্ষানীতির বিরোধিতা করছে। জামাতে ইসলামী হচ্ছে- হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ইসলাম। আর আমাদের ইসলাম হচ্ছে হাজার বছরের সুফিদের ইসলাম, সহনশীল ও শান্তির ইসলাম। গতকাল শনিবার সকালে ঘাতক দালাল নির্মূল কমিটি, ভূঞাপুর উপজেলা শাখার সমেমলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইবরাহীম খাঁ কলেজ অডিটরিয়ামে মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজা, জেলা শাখার সদস্য সচিব কে এম আব্দুস ছালাম, একাত্তরের কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান আরজু, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান সামছুল হক তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক নাজির হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন একাত্তরের কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমান।

তিস্তার পানি বন্টন প্রশ্নে সুরাহা হচ্ছে

Image
তিস্তার পানি বন্টন প্রশ্নে সুরাহা হচ্ছে প্রধানমন্ত্রী আইডিইবি সম্মেলনে বললেন : ভারতের সঙ্গে ৫৪টি নদী নিয়েই আলোচনা হবে ০ ইত্তেফাক ডেস্ক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিসৱা নদীর পানি বন্টন ইস্যুটির অবশেষে সুরাহা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীতে ডিপেস্নামা প্রকৌশলীদের জাতীয় সম্মেলনে ভাষণ প্রদানকালে এমনই ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, সরকার শিগগিরই ভারতের সঙ্গে তিসৱাসহ দীর্ঘদিনের অমীমাংসিত দেশের ৫৪টি নদীর পানি বন্টন ইস্যু নিয়ে আলোচনা করবে। তিনি বলেন, উভয় দেশের সরকারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকেও বিষয়টি আলোচনার অপেৰায় রয়েছে। প্রধানমন্ত্রী কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউট অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন ২০০৯ এবং ৩৪তম কাউন্সিল উদ্বোধন করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে আনৱরিকতা ও নিবেদিত হয়ে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা

প্রতিবন্ধী কল্যাণে সব ব্যবস্থা নেবে সরকার ঃ প্রধানমন্ত্রী

Image
প্রতিবন্ধী কল্যাণে সব ব্যবস্থা নেবে সরকার ঃ প্রধানমন্ত্রী ০ চাকরি দিলে আয়কর রেয়াত পাবে ০ স্কুলে ভর্তি না করালে কঠোর শাস্থি ০ গড়ে তোলা হবে প্রতিবন্ধী কম্পলেক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, কোন কর্পোরেট বা বেসরকারি শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকরি প্রদান করলে তাদের আয়কর রিবেট (ছাড়) দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু আনৱর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৮তম আনৱর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলৰে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে প্রতিবন্ধী-উপযোগী কর্মৰেত্র চিহ্নিত করার কাজ শুরম্ন করেছে। প্রতিবন্ধিতার ধরন অনুসারে উপযুক্ত প্রশিৰণ দিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোসৱফা শহীদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী, বাংলাদেশ প্রতিবন্ধী ফোরামের সভাপতি জহুরম্নল আলম ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপ

বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতি কলুষমুক্ত হবে না : মইনউদ্দিন খান বাদল

বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতি কলুষমুক্ত হবে না : মইনউদ্দিন খান বাদল কাগজ প্রতিবেদক, রাজশাহী : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী সভপতি মইনউদ্দিন খান বাদল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতির আত্মা কলুষমুক্ত হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে খুন করে জাতির ললাটে বেঈমানির কলঙ্ক চাপিয়ে দেয়ার অপপ্রয়াস পেয়েছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। জামাত ধর্মের অপব্যাখ্যা করে বিভ্রান্তি ও মিথ্যার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। তিনি গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।জেলা জাসদের সভাপতি মজিবুল হক বকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মইনউদ্দিন খান বাদল আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর মহাজোট সরকার ৰমতায় এসে দেশকে পরিবর্তনের ধারায় পরিচালিত করার চেষ্টা চালাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশ বিদেশী সাহায্য ছাড়াই বাজেট করবে বলে তিনি উলেস্নখ করেন।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র

জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে : আইন প্রতিমন্ত্রী

জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে : আইন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার ২ মাসের মধ্যে চট্টগ্রাম অফিস : এখন দেশের জনগণের প্রাণের দাবি হচ্ছে দ্রুত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা। বর্তমান সরকার জনগণের এ দাবি পূরণে বদ্ধপরিকর। আগামী জানুয়ারিতে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে আইন প্রতিমন্ত্রী অ্যাড. মোহাম্মদ কামরুল ইসলাম এ কথা বলেন।যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পর পরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। তাদের বিচার প্রক্রিয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ বিচার কার্য সম্পন্ন করতে খরচ বাবদ সরকার ১০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের জন্য পুরাতন হাইকোর্টের ভবনকে নির্বাচন করা হয়েছে। আশা করছি আগামী ২/৩ মাসের মধ্যে এ ভবনে তাদের বিচার কার্যক্রম শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে সরকার তার নির্বাচনী ওয়াদা পালন করবে।রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও নির্বাচনী ইশতেহার প্রসঙ্

হৃদয়ে একাত্তর-২ >> শহীদদের প্রকৃত তালিকা ও পরিচয় জানতে কোনো উদ্যোগ নেই

Image
হৃদয়ে একাত্তর-২ >> শহীদদের প্রকৃত তালিকা ও পরিচয় জানতে কোনো উদ্যোগ নেই কাজী সাইফুদ্দিন অভি : মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসরা নির্বিচারে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে গণকবর দেয়। অনেকের লাশ জলাশয় বা গর্তে ফেলে রাখে। এক সময় এই লাশগুলো কঙ্কালে পরিণত হয়। তখন আর এগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এসব হাড়গোড় ও মাথার খুলি পাওয়া যাচ্ছে। কিন্তু শনাক্ত করতে না পারায় শহীদদের নাম-পরিচয় জানা যাচ্ছে না। স্বাধীনতার ৩৮ বছরেও শহীদদের প্রকৃত সংখ্যা কতো তা নির্ণয় করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের কথা বলা হলেও সকল শহীদের নাম-পরিচয় জানার প্রয়োজন কেউ মনে করেনি। বেসরকারিভাবে ‘ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ শহীদদের ডিএনএ টেস্টের উদ্যোগ নিলেও সরকারি সহযোগিতার অভাবে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জানা যায়, স্বাধীনতার পর প্রিয়জন হারানো অনেকেই পথ চেয়েছিলেন তাদের প্রিয় মানুষটি

মুক্তিযোদ্ধাদের সর্বো"চ মূল্যায়ন করবে মহাজোট সরকার : তোফায়েল আহমেদ

মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ মূল্যায়ন করবে মহাজোট সরকার : তোফায়েল আহমেদ বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, দেশের সূর্যসন্তান্দের যথাযথ মূল্যায়ন করা জাতির সর্বচ্চ কর্তব্য। এ কর্তব্য পালন না করলে সবার কাছে অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত হবো। এ জন্য মহাজোট সরকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তিনি গতকাল শনিবার সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ভূমিহীন মুক্তিযোদ্ধাদের মধ্যে জমি হস্তন্তর, আইলায় ৰতিগ্রস-দের মাঝে নগদ অর্থ, বিধবা ভাতা এবং মাধ্যমিক স-রে ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এ সময় সাব-রেজিস্ট্রি অফিস, জরিপ অফিসসহ যে কোনো দপ্তরে দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি বা প্রভাব বিস-ারের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রৰাকারী বাহিনীকে তাতখণিক গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।জেলা প্রশাসক মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজর"ল ই

কোপেনহেগেনে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হল্যান্ড আওয়ামী লীগের যোগদান

Image
কোপেনহেগেনে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হল্যান্ড আওয়ামী লীগের যোগদান ভিওবিডি, ১৬ই ডিসেমবর ২০০৯, ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস ও গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে- উপবিষ্ট রয়েছেন, মাননীয় প্রধানমনত্রী, পরাষ্ট্রমনত্রী, স্বাসহমনত্রী, বন ও পরিবেশ প্রতিমনত্রী, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, বিশ্ব জলবায়ু পরিবর্তন সমেমলন কোপ-১৫, যোগদানের জন্য, জাতির জনকের কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার ডেনমার্ক আগমন উপলক্ষ্যে, ১৬ই ডিসেমবর ২০০৯, ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে হল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও যোগদান করেন। উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ছিলেন, প্রধান অতিথি মাননীয় প্রধানমনত্রী, জননেত্রী শেখ হাসিনা, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত সভাপতি, সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপত, মাননীয় পরাষ্ট্রমনত্রী ডা. দীপু মণী, মাননীয় স্বাসহমনত্রী আ ফ ম রুহুল হক, মানন

হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান ‘কার্যনির্বাহী সংসদ’ পুর্ণাঙ্গ পুনর্গঠন করা হয়।

Image
হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান ‘কার্যনির্বাহী সংসদ’ পুর্ণাঙ্গ পুনর্গঠন করা হয় অবিলম্বে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুঁনীদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানিয়েছে হল্যান্ড আওয়ামী লীগ ভিওবিডি, হল্যান্ড থেকে হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভায়’ উপস্থিত নেতা-কর্মীদের একাংশ। হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, গত ৬ ডিসেমবর ২০০৯, আমষ্টারডাম শহরে, হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন, সভাপতি জনাব মাঈদ ফারুক, প্রধান অতিথি হিসেবে উপসিহত ছিলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম হক। সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোসতফা জামান। উক্ত বর্ধিত সভার কার্যক্রম শুরুর পূর্বে- সম্প্রতি, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক, জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায়ের ওপর উপসিহত নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া আদায় করেন। এবং অবিলম্বে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুঁনীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান। এবং ১৫ই আগষ্ট ১৯৭৫,

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি স্টেট ডিপার্টমেন্টে দীপু মনির সাথে প্রেস ব্রিফিং-এ হিলারী এ না, ওয়াশিংটন ডিসি থেকে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও সেক্রেটারি অব ষ্টেট হিলারী ক্লিনটনকে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অনন্য রেকর্ড সৃষ্টিকারী ২৯ ডিসেম্বরের নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে। ১৬ সেপ্টেম্বর অপরাহ্নে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে আহূত এক প্রেস ব্রিফিংয়ে হিলারী ও দীপু মনি বক্তব্য রাখেন। হিলারী ক্লিনটন এ সময় আরো বলেন, বাংলাদেশের পণ্যকে যুক্তরাষ্ট্রে অবাধ প্রবেশাধিকার প্রদানের ব্যাপারে করণীয় নির্ধারণে দু-দেশের কর্মকর্তারা আলোচনা অব্যাহত রেখেছেন। ষ্টেট ডিপার্টমেন্টে এসিসট্যান্ট সেক্রটারি রবার্ট ব্লেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে স্বাগত জানায়। এ সময় দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদ

Amnesty Int'l welcomes UN help in war crime trial

Amnesty Int'l welcomes UN help in war crime trial Diplomatic Correspondent Amnesty International (AI) has welcomed the UN assistance to Bangladesh's efforts to investigate and prosecute crimes against humanity and other serious violations of humanitarian law during the War of Liberation in 1971. Welcoming the news, the AI said four international war crimes experts, Louis Bickford, Priscilla Hayner, Bogdan Ivanisevic and Alexander Mayer-Rieckh, have been named to assist the government. "The failure to seek truth and justice for crimes against humanity and other serious violations of human rights and humanitarian law in 1971 has encouraged the persistent nature of impunity in Bangladesh," said AI Secretary General Irene Khan. Demands from civil society for the investigation into the crimes committed in 1971 have been gathering momentum in the past few years, according to yesterday's AI news item in the website. The AI said past governments had taken no action to inv

‘জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন’ পুনরুজ্জীবনের উদ্যোগ

‘জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন’ পুনরুজ্জীবনের উদ্যোগ এহসানুল হক বিগত জোট সরকারের বাতিল করা ‘জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন’ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে স্ট্বরাষদ্ব্র মন্পণালয়। প্রধানমন্পী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ওপর যে কোনো সময় জঙ্গি অথবা স্ট্বাধীনতাবিরোধী চত্রেক্রর হামলা হতে পারে বলে বিভিল্পম্ন গোয়েন্দা সংস্ট্থা যে আশগ্ধকা প্রকাশ করেছে, তার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে সমঙ্রতি প্রধানমন্পীর নিরাপত্তা ব্যবস্ট্থা আরও জোরদার করা হয়েছে; কিন্তু আইনগত বাধায় শেখ রেহানাকে পৃথকভাবে সার্বক্ষণিক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সল্ফ্ভব হচ্ছে না। সরকারের সংশ্নিষদ্ব সহৃত্রে জানা গেছে এসব তথ্য।সহৃত্র আরও জানায়, শেখ হাসিনা ও শেখ রেহানার ওপর একই ধরনের হামলার আশগ্ধকার কথা বিগত বিএনপি-জামায়াত সরকারকেও অবহিত করেছিল গোয়েন্দারা। কিন্তু বিষয়টি আমলে নেয়নি তৎকালীন সরকার। উল্কেল্টা জাতির পিতার দুই কন্যার নিরাপত্তা সংত্রক্রানস্ন আইনটি বাতিল করে দেয়। ২০০৪ সালের ২১ আগসদ্ব গ্রেনেড হামলার ঘটনার মধ্য দিয়ে দুই বোনের নিরাপত্তার বিষয়ে তৎকালীন সরকা

ইতিহাস তারপথে ফিরছে !

ইতিহাস তারপথে ফিরছে ! হারুন রশীদ আজাদ বাঙ্গালী জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচারের চুড়ান্ত রায়ের শুনানি চলছে । ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট একদল খুঁনি হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনককে ও তার দুই কন্যা ছাড়া পরিবারের সকলকে এমনকি তার নিকটতম আত্মিয়দেরও বাঁচতে দেয়নি খুঁনিরা ! হত্যাকানেডর পরের মাসে ২৬শে সেপ্টম্বর সেই হত্যার দায় মুক্তিদেন তাদেরই তথাকথিত অবৈধ ভাবে ক্ষমতায় বসানো পাপেট প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক । ঐ রহিতকরণ বিলটি ৩রা নভেম্বর জেল হত্যাকানেডর খুঁনিদের পুনরায় উৎসাহ যোগায় । দ্বিতীয় হত্যাকানেড খুঁনিরা হত্যাকরে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারি সরকারের সব ক’জন মন্ত্রী ঔ উপ-রাষ্ট্রপতিকে । কেউ কি বলতে পারেন যারা আন্দোলন করে স্বাধীনতার জন্য যুদ্ধকরে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তাদের প্রাপিত এমন নির্মম মৃত্যু ? যদি তাই হয় ‘‘এমন বাংলাদেশের প্রয়োজন ছিলনা ’’ ১৫ই আগষ্ট হত্যাকানেডর সংবাদ শুনে বৃটেনের একজন শীর্ষ নেতা সাংসদ পূর্বের উক্তিটি করেছিলেন । সারা বিশ্বের শীর্ষ রাষ্ট্র নায়ক গণ যখন বাংলাদেশ পিতার হত্যায় ক্ষুব্দ ! খুঁনিরা তখন ক্ষমতা দখলের প্রত
দুর্নীতিবাজ, টাকা পাচারকারীদের বিচার হবেই : প্রধানমন্ত্রী ধামরাই প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে যারা দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে তাদের বিচার করা হবে। কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। বাংলার মাটিতে দুর্নীতিবাজদের স'ান নেই। গতকাল বুধবার সকালে ধামরাইয়ের খাতরায় অবসি'ত বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্রে ১ হাজার কিলোওয়াটের মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার প্রতিস'াপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৯৭২ সালে ধামরাইয়ে স'াপিত বেতার ট্রান্সমিটারের কার্যৰমতা বাড়ানো হয়েছে। গত জুলাই থেকে প্রতিস'াপিত ১ হাজার কিলোওয়াটের এই ট্রান্সমিটারটি পরীৰামূলকভাবে চালু করা হয়। গতকাল সকালে প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে ধামরাইবাসীর সঙ্গে কথা বলেন, যা একসঙ্গে বাংলাদেশ বেতারেও প্রচারিত হয়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নির্বাচনী প্রতিশ্র"তি বাস-বায়ন করবেই। তিনি বলেন, যারা ভোটচুরি করেছে, দুর্নীতি করেছে, অর্থ আত্মসাৎ করেছে, বিদেশে টাকা পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের স'া

বঙ্গবন্ধুর উদ্দেশে সেই ঐতিহাসিক মানপত্র

Image
বঙ্গবন্ধুর উদ্দেশে সেই ঐতিহাসিক মানপত্র বিপস্নব সরকার : ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আপনার এই প্রথম শুভাগমনে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের ৫৪ বছরের ইতিহাসে আপনিই প্রথম চ্যান্সেলর, যিনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন - সেজন্য আমরা বিশেষভাবে গৌরবান্বিত। আপনাকে সর্বান্তকরণে স্বাগত জানাই।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলৰে বিশ্ববিদ্যালয়ের পৰ থেকে এভাবেই স্বাগত জানিয়ে মানপত্র রচনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাতির জনককে স্বাগত জানানোর সৌভাগ্য আর হয়ে ওঠেনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের। তার আগেই ১৫ আগস্ট ভোরে রচিত হয়ে যায় বাংলার ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। সপরিবারে হত্যা করা হয় জাতির জনককে। দীর্ঘ ৩৫ বছর পর বুধবার পাওয়া গেছে অপঠিত সেই মানপত্র। বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য আব্দুল মতিন চৌধুরীর সব শিৰক, কর্মকর্তা, কর্মচারী, ও শিৰার্থীদের পৰ থেকে ওই মানপত্র পাঠ করার কথা ছিল। ওই মানপত্রের পাশাপাশি পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত ক্রেস্ট, বাসকেট, পেস্নট ও চামড়ার রুমাল। যেগুলো প্র

প্রবাসী ও পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক দলের অঙ্গসংগঠন করা যাবে না : সিইসি

প্রবাসী ও পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক দলের অঙ্গসংগঠন করা যাবে না : সিইসি কাগজ প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন হিসেবে প্রবাসী ও পেশাজীবী সংগঠনকে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ব্যাপারে কোনো ছাড় দেবে না নির্বাচন কমিশন (ইসি)। সিইসি ড. এ টি এম শামসুল হুদা গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন।প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের দুই সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সিইসির সঙ্গে সাৰাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, প্রবাসী ও পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করা যাবে না। নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলকে কোনো ছাড় দেবে না। উলেস্নখ্য, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী প্রবাসী এবং পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক দলের আওতাভুক্ত করা যাবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির সূত্র ধরেই এইচ টি ইমাম গতকাল ইসির সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ প্রতিনিধিদল প্রবাসী ও পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইসিকে আরো ন

ইতিহাসবন্ধনী

Image
Aporajeo Bangla'-Undefeated Bengal at Dhaka University A symbol of our national liberation war, this wonderful sculpture has great influence in national political, social and cultural lives. Named as Aporajeyo Bangla, it means undefeated Bangla. It is situated at the heart of Dhaka University just in front of the Arts Faculty of the University. ইতিহাসবন্ধনী ঢাকা, ডিসেম্বর ০৩ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ছাত্র-শিক্ষকদের সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়ার জন্য তৈরি করা মানপত্র, ক্যাসকেড, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি প্লেট, চামড়ার রুমাল এবং একটি ক্রেস্টের সন্ধান পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। উপাচার্য বলেন, "বুধবার বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার একেএম আমির হোসেন কাউন্সিল সেকশনে তার ট্যাক্সের কাগজপত্র খুঁজতে গিয়ে একটি আলমিরার মধ্যে মানপত্রটির সন্ধান পান। পরে রেজিস্ট্রার অফিসের একটি পুরাতন সিন্দুক থেকে অন্যান্য সামগ্রী পাওয়া যায়।" তিনি জানান, এসব দলিলপ