"চেনির নির্দেশ কর্মসূচী গোপন"

"চেনির নির্দেশ কর্মসূচী গোপন"

সিআইএ-এর পরিচালক লিঁও পানেট্টা
মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক লিঁও পানেট্টা মার্কিন কংগ্রেসে জানিয়েছেন যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একটি গোপন সন্ত্রাস বিরোধী কর্মসূচী সম্পর্কে মার্কিন সংসদকে অবহিত না করার জন্য সংস্থাটিকে নির্দেশ দিয়েছিলেন৻

সিআইএ-এর পরিচালক লিঁও পানেট্টা
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পরে এই গোপন কর্মসূচীটি চালু করা হয়৻
নিউ ইয়র্ক টাইমস ও সি-এন-এন বলছে, সিআইএ-এর নতুন প্রধান লিঁও পানেট্টা তার অধস্তনদের কাছ থেকে গোপন এই কর্মসূচীটি সম্পর্কে জানার পরপরই জুন মাসে তা বন্ধ করে দেন৻
গোপন এই কর্মসূচীর প্রকৃত চরিত্র সম্পর্কে কিছু জানানো না হলেও, কর্মকর্তারা বলছেন, এটির সাথে সিআইএ-র বিতর্কিত জিজ্ঞাসাবাদ কর্মসূচীর কোনো যোগাযোগ নেই৻

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী