টিপাইমুখ প্রতিনিধি দলে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বান

টিপাইমুখ প্রতিনিধি দলে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বান, আব্দুর রাজ্জাক
ঢাকা, জুলাই ১৯ (টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ প্রকল্প নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান আব্দুর রাজ্জাক।



টিপাইমুখ পরিদর্শন দলে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতা রাজ্জাক রোববার সংসদ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, টিপাইমুখ প্রকল্প নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টিপাইমুখ প্রকল্প বাতিল করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে এ বিষয়ে সরকারকে বলিষ্ঠ ভূমিকা রাখার পরামর্শ দিয়ে তাতে সমর্থনের প্রতিশ্র"তিও দেন তিনি। খালেদার বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুর রাজ্জাক ওই প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, "বিরোধীদলীয় নেত্রী কিছু বক্তব্য দিয়েছেন। তাই এ বিষয়ে আমাকে কিছু বলতে হচ্ছে।" আগামী ২৯ জুলাই সংসদীয় একটি প্রতিনিধি দল টিপাইমুখ পরিদর্শনে যাচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন আব্দুর রাজ্জাক। এই দলে বিএনপি যুক্ত হয়নি। তারা অন্য একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। রাজ্জাক ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে বিএনপির দুই জন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে বলেন, "তাহলে এটি সর্বদলীয় একটি পরিদর্শন দলে পরিণত হবে।" টিপাইমুখ প্রকল্পের বিষয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনও ধরনের আপত্তি ভারতকে জানায়নি বলে অভিযোগ করেন রাজ্জাক। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতপ্রীতি দেখায়, আর ক্ষমতার বাইরে থাকলে ভারত বিরোধিতা করে। রাজ্জাক বলেন, "১৯৭৮ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে টিপাইমুখ প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষায় ভারতের প্রস্তাবে রাজি হয়। এরপর ২০০৩ ও ২০০৫ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে টিপাইমুখ ড্যামের বিষয়েও সম্মত হয় তৎকালীন বিএনপি সরকার। অবশ্য পানি প্রত্যাহার নিয়ে তারা আপত্তি জানিয়েছিল।" বিএনপির সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকার সময়ও টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করেছে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ আমলে যৌথ নদী কমিশনের বৈঠকে টিপাইমুখ নিয়ে কোনও আলোচনা হয়নি জানিয়ে ওই সময়ের পানিসম্পদ মন্ত্রী রাজ্জাক বলেন, "তারা যদি বিষয়টি না তোলে, তাহলে আমরা আগ বাড়িয়ে তা তুলব?" টিপাইমুখ প্রকল্প নিয়ে শনিবার বিএনপি যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, তার নানা দিক নিয়েও কথা বলেন রাজ্জাক। তিনি বলেন, "ওই অনুষ্ঠানে তথাকথিত পানি বিশেষজ্ঞ আ ন হ আখতার হোসেন নিজেই স্বীকার করেছেন, টিপাইমুখ প্রকল্প নিয়ে তার খুব বেশি ধারণা নেই। তিনি বলেছেন, ইন্টারনেট থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন। "তাহলে আমরা ধরে নিতে পারি, তাদের বক্তব্য ধারণাপ্রসূত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।" জনগণকে বিভ্রান্ত করার জন্যই বিএনপি ওই অনুষ্ঠান আয়োজন করে বলে রাজ্জাকের দাবি। ভারতের টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। ভারত অবশ্য বলছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না। কয়েকদিন আগে মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনের (ন্যাম) পাশাপাশি সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত সরকার করবে না।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী