জাকার্তায় নিরাপত্তার গাফিলতি ছিল

জাকার্তায় নিরাপত্তার গাফিলতি ছিল,বললেন ওবামা



ইন্দোনেশিয়ার জাকার্তায় দুটি মার্কিন হোটেলে বোমা হামলার ঘটনাকে নিরাপত্তার শিথিলতা বলে ব্যাখ্যা করল ওয়াশিংটন৷ তীব্র নিন্দা করল জাতিসংঘ এবং ই ইউ৷

জাকার্তার জোড়া হোটেলে বোমা হামলাকারীদের কয়েকজন হোটেলে ঢুকেছিল খরিদ্দার সেজে৷ রীতিমত ঘরভাড়া করে তারা হোটেলে থাকে এবং আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালায়৷ শুক্রবার সকাল আটটায় প্রায় একই সময়ে পাশাপাশি দুটি হোটেলে বোমা বিস্ফোরণ ঘটেছে যখন হোটেলের আবাসিকরা প্রাতরাশের টেবিলে ব্যস্ত ছিলেন৷ দুটি বিস্ফোরণই ঘটেছে প্রাতরাশ কক্ষে৷ যার ফলে একসঙ্গে বহু মানুষকে টার্গেট করার লক্ষ্যে সফল হয়েছে সন্ত্রাসীরা৷
জাকার্তায় শুক্রবারের বোমা বিস্ফোরণে আটজনের মৃত্যু এবং অর্দ্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না শহরের বেশ কিছু এলাকার বাসিন্দাদের৷ শুক্রবার আরও একটি তাজা বোমা খুঁজে পেয়ে সেটিকে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা বিশেষজ্ঞকারীরা৷
ম্যারিয়ট এবং কার্লটন এই দুটি হোটেলেই মূলত আন্তর্জাতিক পর্যটকরা আতিথ্য গ্রহণ করেন৷ শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল এই দুটি হোটেলে অতীতেও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা৷ এই নতুন হামলার পর বাণিজ্যক্ষেত্রে বেশ ক্ষতিকারক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাম ইয়োডোয়োনো৷ শেয়ারবাজারে বড়সড়ো ধ্বস নেমেছে শুক্রবার৷ নিরাপত্তার গাফিলতিতেই এই হামলা এমন অভিযোগ উঠছে প্রায় সব মহল থেকে৷

ওয়াশিংটন সূত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, উভয়েই এক বিবৃতিতে বলেছেন, বোমা হামলার ঘটনাটি প্রমাণ করেছে যে নিরাপত্তায় গাফিলতি ছিল৷ কঠিন সময়ে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের পাশেই আমেরিকা রয়েছে একথাও বলেছেন ওবামা৷ তদন্তের প্রয়োজনে সবরকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, শুক্রবারের বোমা হামলায় আট মার্কিন নাগরিক আহত হয়েছেন জাকার্তায়৷
বোমা হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে জাতিসংঘও৷জাতিসংঘের মহাসচিব বান কি মুন কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তরফে পৃথক এক বিবৃতিতে নিন্দা করা হয়েছে এই ঘটনার৷ ইউরোপীয় ইউনিয়নের তরফে ই ইউ-র বর্তমান প্রেসিডেন্ট দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত ই ইউ-র আইনমন্ত্রীদের সম্মেলনমঞ্চ থেকে দ্বর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা করা হয়েছে৷
এই আত্মঘাতী বোমা হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে সে বিষয়ে এখনও কোন সঠিক মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার পুলিশবিভাগ৷ জাকার্তার পুলিশপ্রধান দানুরি সংবাদসংস্থা রয়টার্সকে জানান, পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করতে তিনি রাজি নন৷ তবে পুলিশ কোন নাম না বললেও ইন্দোনেশিয়ার কুখ্যাত ইসলামপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠী জেমা ইসলামিয়ার দিকেই অভিযোগের আঙুল উঠেছে৷ কারণ ইতিপূর্বে জাকার্তার এই ম্যারিয়ট হোটেলে এবং বালিতে বোমা হামলার নেপথ্যেও ছিল এই জেমা ইসলামিয়া বা জে আই৷

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী