সভানেত্রী পদে শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম
শেখ হাসিনা সভানেত্রী, সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা, জুলাই ২৪ সভানেত্রী পদে শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল দলের শীর্ষ দুই পদে তাদের নির্বাচিত করে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে। কাউন্সিল অধিবেশন থেকে বেরিয়ে কাউন্সিলররা বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান। সদ্য বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল কাউন্সিল অধিবেশন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভানেত্রী পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তা সমর্থন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। "সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুলের নাম প্রস্তাব করেন শেখ ফজলুল করিম সেলিম এবং তা সমর্থন করেন মতিয়া চৌধুরী।" অসীম জানান, শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ এ দুটি পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দলের সভানেত্রীকে দেওয়া হয়েছে বলে অসীম জানান। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার আওয়ামী লীগের দিনব্যাপী ক...