৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো

৭৮৭ ড্রিমলাইনার চালুতে আবারো বিলম্ব

৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো
বিশ্ব বিখ্যাত মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি 'বোয়িং' পঞ্চম বারের মতো তাদের ৭৮৭ ড্রিমলাইনার-এর সরবরাহ এবং প্রথম ফ্লাইটটি স্থগিত করেছে৷ মার্কিন এই কোম্পানিটি জানায়, ড্রিমলাইনার চালু হতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে৷

প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ৩৮০-র মতো এ বিমান দৈত্যাকার নয়৷ অর্থাৎ, ভাসমান শহরের মতো এখানে জিম, ক্যাসিনো, বার ইত্যাদি না থাকলেও, মাঝারি আকারের এই বিমানটি দেখতে ভীষণ মিষ্টি৷ এখনও ফ্যাক্টরিতে থেকে গেলেও, কার্বন-ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি এই বিমানটিতে থাকছে বর্ধিত জানালা এবং কম শব্দের ইঞ্জিন৷ তার ওপর ৭৮৭ ড্রিমলাইনার অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং ফলত ফ্লাইটে সময় লাগবে কম৷ ৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো
কিন্তু, আবারও বিলম্ব কেন ? বোয়িং কোম্পানির প্রেসিডেন্ট স্কট কারসন জানান যে, বিমানটির ডানার এবং তার পার্শ্ববর্তী জায়গার কিছুটা পরিবর্তন প্রয়োজন৷ আর এই গোলোযোগ সাম্প্রতিক একটি পরীক্ষাতে ধরা পড়ায়, এবার ফ্যাক্টরিতেই আরো কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কারসন৷
প্রসঙ্গত, 'নতুন প্রজন্মে'র প্রায় চারটি ড্রিমলাইনার কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান৷ এছাড়াও, থাকছে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং দুটি ৭৩৭-৮০০৷ সব কিছু ঠিক থাকলে আগামী ৩০-শে জুন অবশেষে আকাশ পথে পাড়ি দেবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার৷ স্বপ্নের মতোই!

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা