২০১৪ সালের মধ্যে ৩,৫২১ মে.ওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র

২০১৪ সালের মধ্যে ৩,৫২১ মে.ওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র

ঢাকা, জুন ১০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন বিরাজমান বিদ্যুৎ সমস্যার সমাধানে আগামী ২০১৪ সালের মধ্যে মোট ৩,৫২১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। দেশের সব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে একটি মহাপরিকল্পনাও প্রণয়ণ করা হবে বলে বুধবার সংসদে 'প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর' পর্বে জানান তিনি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এক ঘোষণায় সব নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ইতিমধ্যেই উল্লেখ করেছিলেন শেখ হাসিনা। লক্ষীপুর-১ আসনের নাজিম উদ্দিন আহমেদের লিখিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,'' দেশের বিরাজমান বিদ্যুতের সমস্যা সমাধানে গ্যাস সঙ্কট বিবেচনায় রেখে ২০১৪ সালের মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারি ও বেসরকারি খাতে স্বল্প , মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় সর্বমোট ৩,৫২১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।'' নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালের জুন স্বল্প মেয়াদী সরকারি ও বেসরকারি খাতে মোট ৭২৬ মেগাওয়াট, ২০১২ সালের জুন মাসের মধ্যে মধ্য মেয়াদী ৯ শ' মেগাওয়াট এবং ২০১৪ সালের জুন মাসের মধ্যে দীর্ঘ মেয়াদী সরকারি ও বেসরকারি খাতে মোট ১৮৯৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ওই পরিকল্পনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে অতিরিক্ত ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজিত হবে বলেও তিনি জানান।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা