নিউইয়র্কে সোয়াইন ফ্লুতে এক বাংলাদেশীর মৃত্যু

নিউইয়র্কে সোয়াইন ফ্লুতে এক বাংলাদেশীর মৃত্যু
এনা, নিউইয়র্ক থেকেসোয়াইন ফ্লুতে নিউইয়র্কে এক বাংলাদেশী ইনেতকাল করেছেন। তার নাম মলি হোসেন (২৬)। বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ বাহালুল উজ্জলের বোন মলি হোসেন প্রচন্ড জ্বরে আক্রানত হওয়ার পর কুইন্স হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকরা পরীড়্গার পর তাকে ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দেন। এর একদিন পরই পুনরায় তার জ্বর বাড়লে তাকে নেয়া হয় লংআইল্যান্ড জুইস হাসপাতালে। হাসপাতালে ভর্তির পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে নেয়া হয় ইনসেনটিভ কেয়ার ইউনিটে। টানা ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ জুন অপরাহ্নে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিউইয়র্ক সিটিতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭। এরমধ্যে মলি হোসেন হচ্ছেন একমাত্র বাংলাদেশী। রোববার ১৪ জুন জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। একইসাথে বার্ধক্যজনিত রোগে আক্রানত হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে গত নির্বাচনে কুলাউড়া আসনের মনোনয়নলাভকারী এডভোকেট আতাউর রহমার শামীমের মা লজ্জাতুন্নেসা খাতুন (৯০) এবং সড়ক দুর্ঘটনায় নিহত জেবা মাহমুদের নামাজে জানাযা অনুষ্ঠিত সহয় এবং সকলকেই দাফন করা হয়েছে লংআইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়াল মুসলিম গোরসতানে। প্রসঙ্গত উল্নেখ্য যে, এর আগে মেক্সিকোকে আরেকজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে সোয়াইন ফ্লুতে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী