ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল






ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল

আগামীকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন৷ সরকারী এবং বিরোধী দল নির্বাচনী প্রচারাভিযান প্রায় শেষ করে এনেছেন৷ দুই পক্ষই নির্বাচনে বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী৷
ইরানের এবারের নির্বাচনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে মূলত বর্তমান প্রেসিডেন্ট কট্টরপন্থী প্রার্থী মাহমুদ আহমাদিনেজাদ এবং সংস্কারপন্থী প্রার্থী মীর হোসেন মৌসাভির মধ্যে৷
উদারনীতি, কট্টর নীতি
নির্বাচনের একদিন আগে ইরানের জনগন দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে৷ এবারের এই নির্বাচনে দুই পক্ষের এক পক্ষ রয়েছেন কট্টর পন্থি শক্তির সমর্থনে আরেক পক্ষ রয়েছেন পক্ষ উদারনীতির দিকে৷ বার্তা সংস্থাগুলোর খবর অনুসারে ইরানের তরুণ এবং শহুরে শিক্ষিত সমাজের বেশীরভাগ অংশের সমর্থণ রয়েছে উদারপন্থী প্রার্থী মৌসাভির দিকে৷ আর গ্রামীণ ও দরিদ্র জনগণ সমর্থন করছে আহমাদিনেজাদকে৷
বিরোধী দলের অভিযোগ
আহমাদিনেজাদের বিরোধী পক্ষ বলছে, আহমাদিনেজাদ দেশ শাসনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন৷ অর্থনীতি, বিদ্যুৎ, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রেই তার সময়ে দেশ আরও পিছিয়ে গেছে৷ বিশ্বে ইরানের ভাবমূর্তি ক্ষুন্ন৷ এই পরিস্থিতিতে আরো বেশি স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মৌসাভি৷ তিনি বলেছেন, ইরানের তরুণ সম্প্রদায়কে গান বাজনা, ইন্টারনেট, চলচিত্রের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা দিবে তাঁর সরকার৷ আর আহমাদিনেজাদ তাঁর অতি সাধারণ জীবন যাপন দিয়ে আকৃষ্ট করেছে ইরানের গরিব জনগণকে৷ তিনি গরিব এবং গ্রামবাসীর জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়৷ একদিকে গরিব গ্রামবাসী এবং অপর পক্ষে শহুরে শিক্ষিত সমাজ যার নেতৃত্বে যথাক্রমে আহমাদিনেজাদ ও মৌসাভি৷ তাই পুনরায় নির্বাচিত হতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আহমাদিনেজাদ৷ Gathering of Mir-Hossein Mousavi's young supporters
ওবামার সঙ্গে বির্তক করতে চান আহমাদিনেজাদ
টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, শুক্রবারের ভোটে তিনি পুনরায় নির্বাচিত হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জাতিসংঘে মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানাবেন৷ তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বারাক ওবামার সাম্প্রতিক ভাষণের কথা উল্লেখ করে বলেছেন, এটি অন্যান্য দেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কোন উপহার নয়, বরং যুক্তরাষ্ট্রকে আরো বড় ধরনের সমস্যা থেকে রক্ষা করার জন্য ওবামা মার্কিন নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন৷ ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব বর্তমানে যে সব কঠিন সমস্যার সম্মুখীন, তার সমাধানের জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরী৷ তিনি আরো বলেন, সব ধরনের মতাদর্শের প্রতি সম্মান দেখাতে হবে এবং আলোচনা হচ্ছে সমস্যা সমাধানের সর্বোত্তম উপায়৷

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা