বাংলাদেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে : রাষ্ট্রপতি


বাংলাদেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে : রাষ্ট্রপতি
ঢাকা, বাংলাদেশ, ৮ জুন (বাসস) : রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, লেবাননী জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখন্ডতা রক্ষার প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ তার পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।বাংলাদেশে লেবাননের নবনিযুক্ত রাষ্ট্রদূত খালেদ সালমান আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ কথা বলেন।নয়াদিল্লী ভিত্তিক নয়া দূতকে স্বাগত জানিয়ে ভ্রাতৃপ্রতীম দু'দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন যে, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে।রাষ্ট্রদূতের মাধ্যমে এ দেশ থেকে দক্ষ পেশাজীবী নিয়োগ করার জন্য লেবানন সরকারের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তারা লেবাননের অর্থনীতিতে প্রচুর অবদান রাখতে পারবে।ঢাকা এবং বৈরুতের বর্তমান বাণিজ্যের পরিমাণ অত্যন্ত কম উল্লেখ করে রাষ্ট্রপতি সাশ্রয়ী মূল্যের বিবেচনায় বিশ্বমানের বাংলাদেশী ওষুধপত্র, তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য আমদানির জন্য লেবাননের উদ্যোক্তাদের আহবান জানান।তিনি বাংলাদেশী রফতানিযোগ্য পণ্য লেবাননে বাজারজাত করণের লক্ষ্যে বৈরুতে বাণিজ্য মেলা আয়োজন করার পরামর্শ দেন। একই সঙ্গে রাষ্ট্রপতি দু'দেশের মধ্যকার বাণিজ্য চেম্বারগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রবাহ বাড়াতে বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য লাভজনক ইনসেনটিভ চালু করেছে উল্লেখ করে লেবাননী ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহবান জানান।১৯৭১-এ বৈরুতে বাংলাদেশ প্রথম তথ্য কেন্দ্র খুলতে পেরেছিল স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধকালে লেবানন যে সমর্থন ও সহযোগিতা দিয়েছিল আমরা সব সময় তার প্রশংসা করি।’খালেদ সালমান এ দেশে তার নতুন দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান এবং বলেন, লেবাননের জনগণ তাদের সংকটকালে সমর্থন পাওয়ায় বাংলাদেশ ও এর জনগণের প্রতি গভীর কৃতজ্ঞ।নয়া রাষ্ট্রদূত দেশে গণতন্ত্র সমুন্নত রাখায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।লেবাননে প্রবাসী বাংলাদেশীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী বৈশিষ্ট্যের প্রশংসা করে রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেন যে, লেবাননের আইন শ্রমিকদের অধিকারের পূর্ণ সুরক্ষা দেয় এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করে।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ এহতেশাম উল হক ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আওয়াল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।এর আগে লেবাননের নয়া রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড-অব-অনার প্রদান করে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা