এয়ার ফ্রান্সের ব্ল্যাক বক্সের সন্ধানে ডুবোজাহাজ

এয়ার ফ্রান্সের ব্ল্যাক বক্সের সন্ধানে ডুবোজাহাজ

আটলান্টিকে বিধ্বস্ত এয়ার ফ্রান্সের বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধানে এবার সাগরতলে নেমেছে ডুবোজাহাজ৷ ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, উচ্চ প্রযুক্তিসম্পন্ন ডুবোজাহাজটি বুধবার অনুসন্ধান শুরু করেছে৷

গত সপ্তাহে ব্রাজিলের রিও থেকে প্যারিস যাওয়ার পথে এয়ার ফ্রান্সের একটি এয়ারবাস দুইশো ২৮ জন যাত্রী নিয়ে আটলান্টিকে বিধ্বস্ত হয়৷ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ বের করতে এর ব্ল্যাক বক্স উদ্ধারে নানা ব্যর্থ চেষ্টার পর পরমাণু শক্তি চালিত উচ্চ ক্ষমতার ফরাসি ডুবোজাহাজ এমরোদকে অভিযানে নামানো হয়৷ নিখোঁজ ব্ল্যাক বক্সটির সাগরতলেই থাকার কথা৷
দুর্ঘটনার কারণ খুঁজে বের করার কাজে ব্ল্যাক বক্স অনেক সহায়তা করতে পারে৷
ডুবোজাহাজটির উচ্চমানের শব্দ তরেঙ্গর সাহায্যে বস্তু নির্দেশক যন্ত্র দুর্ঘটনাস্থলের সম্ভাব্য ৩৬ বর্গ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালাচ্ছে৷ ঝড়ের কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হলেও অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না৷
ফরাসি সাপ্তাহিক লা এক্সপ্রেস এর ওয়েবসাইটে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিমানটিতে সন্ত্রাসচক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন দুজন সন্দেহভাজন যাত্রী ছিল৷ তবে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র ক্রিস্টফ প্রাযুক প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেননি৷
ফরাসি সরকার অবশ্য এযাবত বিমানটিতে হামলার কোনো আলামত পায়নি বলে জানিয়েছে৷
ক্রিস্টফ প্রাযুক জানিয়েছেন, ব্ল্যাক বক্স উদ্ধারে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে৷

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা