শান্ত থাকুন: হাসিনা

শান্ত থাকুন: হাসিনা

ঢাকা, নভেম্বর ১৯ বঙ্গবন্ধু মামলার আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ইতালি সফর সংক্ষিপ্ত করে রায়ের আড়াই ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেন তিনি। রায়ের সময় ছিলেন সরকারি বাসভবন যমুনায়। আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রবীণ নেতাও ছিলেন দলীয় প্রধান হাসিনার সঙ্গে। রায়ের পর প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব নকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ধরতেও বলেছেন। উপ প্রেসসিচব বলেন, প্রত্যাশিত রায় হওয়ায় প্রধানমন্ত্রী সবাইকে শোকরানা নামাজ পড়ার আহ্বানও জানিয়েছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারাবন্দি পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। আদালত ১২ আসামির সবার মৃত্যুদণ্ড বহাল রেখেছে। যমুনায় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আওয়ামী লীগ নেতারা জানান, রায়ের খবর শুনেই দুই রাকাত নফল নামাজ পড়েন শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স�জনসহ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় সেদিন বেঁচে যান। বিদেশে অবস্থানরত রেহানা রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্য দিয়ে ন্যায় ও সত্যের জয় হয়েছে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day