শহীদ নূর হোসেন দিবস আজ


শহীদ নূর হোসেন দিবস

আজ ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন’ দিবস। স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জয়গান গাইতে গাইতে এক যুবকের হাসিমুখে আত্মোৎসর্গের গৌরবোজ্জ্বল দিন। ১৯৮৭ সালে এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের তৎকালীন তিন জোটের ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নূর হোসেন। খালি গায়ে রাজপথের মিছিলে অংশ নেয়া নূর হোসেন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’, আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’- স্লোগান লিখে হয়ে ওঠেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের জীবন্ত এক প্রতীক। স্বৈরাচারবিরোধী সাহসী উচ্চারণ। আর তাই স্বৈরাচারের লেলিয়ে দেয়া পুলিশের বুলেটের লৰ্যবস্তুতে পরিণত হন নূর হোসেন। মুহূর্তে তার তাজা রক্তে লাল হয়ে যায় রাজধানী ঢাকার পিচঢালা রাজপথ। নূর হোসেনের এই মহান আত্মত্যাগ সেদিন আরো বেগবান করে তুলেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে।নূর হোসেনের মতো সেদিন পুলিশের গুলিতে আরো প্রাণ দিয়েছিলেন বাবুল, ফাত্তাহ, টিটোসহ অনেকে। নূর হোসেনের তাজা রক্তে রঞ্জিত রাজধানীর জিরো পয়েন্ট বা জিপিও মোড় এখন ‘নূর হোসেন স্কয়ার’ নামেই সবার কাছে পরিচিত। এই বীর শহীদের স্মৃতি রৰায় স্বৈরাচার এরশাদের পতনের পর এ নামকরণ করা হয়।প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লৰ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করবে।শহীদ নূর হোসেন দিবসে রাষ্ট্রপতি মোঃ জিলস্নুর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, পৃথক বাণী দিয়েছেন।শহীদ নূর হোসেন দিবস উপলৰে আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৮টায় নূর হোসেন স্কয়ারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য দলের সব শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।ৰেতমজুর সমিতি দিনটিকে ‘শহীদ টিটো দিবস’ হিসেবে পালন করছে। সংগঠনের নেতা বস্তা সেলাই শ্রমিক সৈয়দ আমিনুল হুদা টিটো ’৮৭ সালের এই দিনে আন্দোলনরত বিরোধী দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সাইকেলে করে সঙ্গীদের নিয়ে ঢাকা আসেন। নূর হোসেনদের মিছিলের সঙ্গে একপর্যায়ে টিটোদের মিছিল একাকার হয়ে যায়। পুলিশের গুলিতে নূর হোসেনের সঙ্গে টিটোও শহীদ হন।শহীদ টিটো দিবসে ৰেতমজুর সমিতি সকাল সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ে শহীদ টিটোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। বিকালে কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে তার স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day