হল্যান্ডে জেলহত্যা দিবস পালন এবং সাংসদ ফজলে নুর তাপসের ওপর বোমা হামলার তীব্র প্রতিবাদ

হল্যান্ডে জেলহত্যা দিবস পালন এবং সাংসদ ফজলে নুর তাপসের ওপর বোমা হামলার তীব্র প্রতিবাদ



ভিওবিডি, নিউইয়র্ক থেকে হল্যান্ড

আওয়ামী লীগের উদ্যোগে, জেলহত্যা দিবসের আলোচনা সভায়- উপসিহত অতিথিদের একাংশ।


হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয় যে, গত ৮ই নভেমবর ২০০৯, হল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে, জেলহত্যা দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সভাপতি জনাব মাঈদ ফারুক। আলোচনা সভা পরিচালনা করেন, সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ খান। উক্ত আলোচনা সভার কার্যক্রম শুরুর পূর্বে, জাতির জনক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও তাঁদের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোসতফা জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ খান, সাংসকৃতিক সম্পাদক শ্যামল শীল, আওয়ামী লীগ নেতা এস এম নান্টু ও মুহিন উদ্দিন এবং প্রবাসী বাঙ্গালী কামাল হোসেন বাহার ও জাকারিয়া ইমন প্রমুখ। আলোচনা সভার বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৫ই আগষ্ট ১৯৭৫, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের সহপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃসংশভাবে হত্যা করে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে, খুনীদের দোসর মির্জাফর খন্দকার মোশতাক চক্রের ঘাতকরা ১৫ই আগষ্টের ধারাবাহিকতায়, ৩রা নভেমবর ১৯৭৫, কেনদ্রীয় কারাগারে আটক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে, জাতিকে আরেকটি কলনিকত দিনের জনম দিয়েছে। বক্তারা আরও বলেন, কারাগারে নিরাপদ আশ্রয়ে এই রূপ জগন্যতম হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে বিরল! বক্তারা- ঘৃণ খুনীদের ধীক্কার জানিয়ে- বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর করার এবং জেলহত্যা মামলার পুনর্বিচারের দাবী জানিয়েছেন। সভাপতি জনাব মাঈদ ফারুক তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে (বঙ্গবন্ধু তখন পশ্চিম পাকিসতানের কারাগারে বন্দী ছিলেন) বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, জাতীয় এই চার নেতাই ১০ই এপ্রিল ১৯৭১, গণপ্রজাতনত্রী বাংলাদেশ (প্রবাসী মুজিব নগর) সরকার গঠন করে, স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও চেতনাকে চিরতরে ধবংস করাই ছিল, হত্যাকারীদের উদ্দেশ্য। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুঁনীদের ফাঁসির রায় কার্যকর করার এবং জেলহত্যা মামলার পুনর্বিচারের দাবী করেন।উক্ত আলোচনা সভায়-অন্যান্যদের মধ্যে আরও উপসিহত ছিলেন, হল্যান্ড আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জাকিরুল হক টিপু, উপ-দফদর সম্পাদক বিষ্ণু বিশ্বাস, কোষাধ্যক্ষ সন্দিপ কুমার দাশ, জাহিদ হোসাইন, দেওয়ান উজ্জল, লক্ষন সরকার, নীপু দাশ, মেনন, সম্রাট, স্বপন হালদার, মোঃ শামীম, ভূশন, আজাদ প্রমুখ। আলোচনা সভায় উপসিহত নেতৃবৃন্দরা, সম্প্রতি, সাংসদ ফজলে নুর তাপসের উপর বোমা হামলার তীব্র প্রতিবাদ জানান এবং বোমা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টানতমূলক শাসিতর দাবী করেছেন। প্রেস বিজ্ঞপিত।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day