হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভায় সর্বসমমতিক্রমে বর্তমান ‘কার্যনির্বাহী সংসদ’ পুর্ণাঙ্গ পুনর্গঠন করা হয়।

অবিলম্বে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুঁনীদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানিয়েছে হল্যান্ড আওয়ামী লীগ

ভিওবিডি, হল্যান্ড থেকে

হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভায়’ উপসিহত নেতা-কর্মীদের একাংশ।
হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, গত ৬ ডিসেমবর ২০০৯, আমষ্টারডাম শহরে, হল্যান্ড আওয়ামী লীগের ‘বর্ধিত সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন, সভাপতি জনাব মাঈদ ফারুক, প্রধান অতিথি হিসেবে উপসিহত ছিলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম হক। সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোসতফা জামান। উক্ত বর্ধিত সভার কার্যক্রম শুরুর পূর্বে- সম্প্রতি, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক, জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায়ের ওপর উপসিহত নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া আদায় করেন। এবং অবিলমেব বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুঁনীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান। এবং ১৫ই আগষ্ট ১৯৭৫, ঘৃণ্য ঘাতকদের হাতে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। উক্ত ‘বর্ধিত সভা’ বিজয়ের মাসে অনুষ্ঠিত হওয়ায়- নেতৃবৃন্দরা, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের সহপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাসহ ৩০ লাখ শহীদদের ও দু’লক্ষ সমভ্রমহারা মা-বোনদের যাদের আত্মত্যাগের ফলে অর্জিত হয়েছে মহান বিজয়।উক্ত ‘বর্ধিত সভা’য় পুনর্গঠন পর্বে, সর্বসমমতিক্রমে- জনাব মাঈদ ফারুককে সভাপতি ও মোসতফা জামানকে সাধারণ সম্পাদক পদে- বহাল রেখে এবং সভাপতিমন্ডলী ও সম্পাদকমন্ডলীতে পরিবর্তন এনে বর্তমান ‘কার্যনির্বাহী সংসদ’ পুর্ণাঙ্গ পুনর্গঠন করা হয়। সভাপতিমন্ডলীতে রয়েছেন ঃ জনাব ইসমাইল হোসেন, এমদাদ হোসেন, ইমরান হোসেন, সন্দিপ কুমার দাশ, জাকিরুল হক, আবরার হোসেন, নান্টু মৃধা, টুকু খান ও আরিফ রহমান। অন্যান্যদের মধ্যে সম্পাদকমন্ডলীতে রয়েছেন ঃ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুরাদ খান ও শ্যামল শীল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রশীদ রানা ও জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক বিষ্ণু বিশ্বাস, ইমিগ্রেশন সম্পাদক দেওয়ান উজ্জল, তথ্য ও গভেষণা সম্পাদক খোরশেদ আলম মুন্না, জনসংযোগ সম্পাদক ফজলুর রহমান, দফতর সম্পাদক মাসুদ রহমান, প্রচার সম্পাদক মুহিন উদ্দিন, উপ-প্রচার সম্পাদক নাসিম খান অভি, উপ-দফতর সম্পাদক আতিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভূশন নাথ, মহিলা বিষয়ক সম্পাদক রত্না রেজা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মঈন খান, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুজ্জামান কিরণ, শিক্ষা বিষয়ক সম্পাদক ঈকরামুল পলাশ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুজিব খান, সাংসকৃতিক সম্পাদক নীপু দাশ, স্বাসহ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রিপন ও কোষাধ্যক্ষ লক্ষন সরকার। ‘কার্যনির্বাহী সংসদে’র সদস্যপদে বহাল রয়েছেন, জনাব শামীম হক, রঞ্জন কুমার বড়ুয়া, জাহিদ হোসেন, আশিক, জীবন ট্রিপড়া, পুলক, জুয়েল ও জুলহাস প্রমুখ । ‘কার্যনির্বাহী সংসদে’ নতুন সদস্য যারা অনতর্ভুক্ত হয়েছেন, তারা হলেন ঃ বাহার উদ্দিন, এবিএম জিয়াউদ্দিন, খান মোহামমদ মজিদ, সুধীর মন্ডল, সম্রাট মৃধা ও চান মিয়া প্রমুখ। সদস্যগণদের মাঝেও পরিবর্তন আনা হয়েছে। উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন ঃ উপদেষ্টামন্ডলীর সভাপতি, ডা. ইউসুফ আহমেমদ, উপদেষ্টা পরিষদের সদস্যগণরা হলেন, মাসুদ চৌধুরী মজনু, অমিত কাজল, মাহবুব রেজা, কায়সার রশীদ মিন্টু প্রমুখ। এখানে আরও উল্লেখ থাকে যে, সম্পাদকমন্ডলীর কয়েকটি পদে এবং ‘কার্যনির্বাহী সংসদে’র সদস্যগণদের ও উপদেষ্টা পরিষদের কিছু নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। উক্ত ‘বর্ধিত সভায়’ হল্যান্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যাক নেতা-কর্মী ছাড়াও আমনিত্রত অতিথি হিসেবে অনেক প্রবাসী বাঙ্গালীরা উপসিহত ছিলেন।আরও উল্লেখ থাকে যে, ২৬শে জুন ২০০৫, হল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সমেমলনে-নির্বাচনী অধিবেশনে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত সভাপতি, সর্বজনশ্রদ্ধেয় শ্রী অনিল দাশ গুপেতর সভাপতিত্বে এবং কেনদ্রীয় নেতৃবৃন্দের উপসিহতিতে এই ‘কার্যনির্বাহী সংসদ’ গঠিত হয়েছিল। দলের চরম দুঃসময়ে ২৬শে জুন ২০০৫, গঠিত ‘কার্যনির্বাহী সংসদ’ই সক্রিয় কার্যক্রমের মাধ্য দিয়ে বিগত চার বছর অতিক্রম করেছে।প্রেস বিজ্ঞপিততে আরও জানানো হয় যে, হল্যান্ড আওয়ামী লীগের উক্ত ‘বর্ধিত সভা’য় ‘কার্যনির্বাহী সংসদে’র পুনর্গঠনের বিষয়ে যথাসময়ে- সর্বোচ্চ সমমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ও সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত সভাপতি, সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপতকে পৃথক ফ্যাক্স বার্তায় অবহিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপিত।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী