বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি

স্টেট ডিপার্টমেন্টে দীপু মনির সাথে প্রেস ব্রিফিং-এ হিলারী
না, ওয়াশিংটন ডিসি থেকে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও সেক্রেটারি অব ষ্টেট হিলারী ক্লিনটনকে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অনন্য রেকর্ড সৃষ্টিকারী ২৯ ডিসেম্বরের নির্বাচনে গঠিত সরকারের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে। ১৬ সেপ্টেম্বর অপরাহ্নে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে আহূত এক প্রেস ব্রিফিংয়ে হিলারী ও দীপু মনি বক্তব্য রাখেন। হিলারী ক্লিনটন এ সময় আরো বলেন, বাংলাদেশের পণ্যকে যুক্তরাষ্ট্রে অবাধ প্রবেশাধিকার প্রদানের ব্যাপারে করণীয় নির্ধারণে দু-দেশের কর্মকর্তারা আলোচনা অব্যাহত রেখেছেন। ষ্টেট ডিপার্টমেন্টে এসিসট্যান্ট সেক্রটারি রবার্ট ব্লেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে স্বাগত জানায়। এ সময় দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে তাদেরকে বাংলাদেশে বহিষকারের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমি হিলারীকে অনুরোধ জানিয়েছি। এছাড়া যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি বাংলাদেশকে নানাভাবে সহায়তার জন্যে এবং সহায়তার এ দিগন্তকে আরো অবারিত করতে। দীপু মনির আহবানের পরিপ্রেক্ষিতে হিলারী ক্লিনটন বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং চলমান বিশ্ব মন্দার চ্যালেঞ্জ মোকাবেলা করা একক কোন দেশের পক্ষে সম্ভব নয়, এজন্যে দরকার সমিমলিত উদ্যোগ। বাংলাদেশ কর্তৃক ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তন রোধে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অভিনন্দিত করেছেন হিলারী। উল্লেখ্য যে, দ্বি-পাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের কোন পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক এভাবে প্রেস ব্রিফিংয়ের ঘটনা সাম্প্রতিক সময়ে এটাই প্রথম। হিলারী বাংলাদেশে নারী ক্ষমতায়নে উচচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশে এই প্রথম একজন মহিলাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে এবং এজন্যে বাংলাদেশের সাথে আমি আরো জোরালোভাবে কাজ করে যেতে স্বাচ্ছ্বন্দবোধ করছি। হিলারী ক্লিনটন প্রবাসী বাংলাদেশীদেরও ভূয়সী প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে তাদের নিরলস ভূমিকার জন্যে। ষ্টেট ডিপার্টমেন্টের স্বাক্ষর বইদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে। উল্লেখ্য যে, মহাজোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনির সাথে হিলারী ক্লিনটনের এটা প্রথম আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক বৈঠক। এ বৈঠকের পাশাপাশি কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলীর সাথেও মিলিত হন ডা. দীপু মনি। ক্যা পিটল হিলে এ বৈঠকে শেখ হাসিনার উপদেষ্টা কম্প্যুটার বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয়, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরও উপস্থিত ছিলেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী