জেনেভাতে প্রবাসী বাঙ্গালীদের গণসংবর্ধনায়-হল্যান্ড আওয়ামী লীগের যোগদান এবং মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত

জেনেভাতে প্রবাসী বাঙ্গালীদের গণসংবর্ধনায়-হল্যান্ড আওয়ামী লীগের যোগদান এবং মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত
ভিওবিডি,হল্যান্ড থেকেহল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, পহেলা সেপ্টেমবর, জেনেভায়-বিশ্ব জলবায়ু পরিবর্তন সমেমলন-৩, এ- যোগদান উপলক্ষে, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা আগমন করেন। মাননীয় প্রধানমনত্রীর আগমনে ৪ঠা সেপ্টেমবর, সুইজারল্যান্ডসহ ইউরোপ প্রবাসী বাঙ্গালীদের পক্ষে- আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও যোগদান করেছেন। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপত। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুরুর পূর্বে ৪ঠা সেপ্টেমবর, দুপুর বেলায়, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক, সাধারণ সম্পাদক মোসতফা জামান ও জনসংযোগ সম্পাদক রশীদ রানা, মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে- প্রথমেই হল্যান্ড আওয়ামী লীগের দীর্ঘ চার বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদনের একটি বই, মাননীয় প্রধানমনত্রীর হাতে তুলে দেন, সংগঠনের সভাপতি জনাব মাঈদ ফারুক। আলাপকালে- হল্যান্ডেও- দলের দুঃসময়ে যারা কাজ করেনি তাদেরকে চিহ্নিত করার বিষয়ে মাননীয় প্রধানমনত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করা হলে, তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এদের তালিকাও তৈয়ার করার নির্দেশ দেন। হল্যান্ড আওয়ামী লীগের নেতৃদ্ধয়-ইউরোপ ব্যাপি যারা দলের দুঃসময়ে কাজ করেনি, তাদেরকেও চিহ্নিত করার বিষয়টি সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপতকে দায়িত্ব প্রদান করার জন্যও মাননীয় প্রধানমনত্রীকে সবিনয়ে অনুরোধ জানান। এসময় বাংলাদেশের মাননীয় বন ও পরিবেশ বিষয়ক প্রতিমনত্রী ড. হাছান মাহমুদও উপসিহত ছিলেন। মাননীয় প্রধানমনত্রী দলের নেতা-কর্মী এবং প্রবাসী বাঙ্গালীদেরকে দেশ ও জাতির স্বার্থে একযোগে কাজ করারও আহবান জানান। জেনেভায়- উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক, উপদেষ্ঠা পরিষদের সদস্য জনাব কায়সার রশীদ মিন্টু, সহ-সভাপতি ইসমাইল হোসেন ও হাকিম আলী, সাধারণ সম্পাদক মোসতফা জামান, সাংগঠনিক সম্পাদক তপন আলী ও জনসংযোগ সম্পাদক রশীদ রানা অংশগ্রহন করেছেন। জেনেভায়- ৩ সেপ্টেমবর, পৃথকভাবে আয়োজিত এক ইফতার পার্টির অনুষ্ঠানে- বাংলাদেশের মাননীয় পরাষ্ট্রমনত্রী ডা. দীপু মণির সঙ্গে সাক্ষাতে, তাকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবহিত করেন। এখানে আরও উল্লেখ থাকে যে, উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে, সমগ্র ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দরাসহ বিপুল সংখ্যাক ইউরোপ প্রবাসী বাঙ্গালীরা যোগদান করেছেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী