নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে জলিলের পদত্যাগ করা উচিত : প্রধানমন্ত্রী


নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে জলিলের পদত্যাগ করা উচিত : প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিলের সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া উচিত। লন্ডনে দলের সাবেক সাধারণ সম্পাদক জলিলের সর্বসাম্প্রতিক মন্তব্য সম্পর্কে শেখ হাসিনা বলেন, "তিনি (জলিল) কি একইভাবে নির্বাচিত হয়েছেন? এমন অভিযোগের আগে সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা উচিত।" রোববার নিউ ইয়র্ক সময় রাত ১০টায় (সোমবার সকাল ৯টা) নিউ ইয়র্কে বাংলা সংবাদ মাধ্যমসমূহের সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি 'শান্তির দেশ' হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে রূপায়নের ইচ্ছার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা কারো সঙ্গেই যুদ্ধ চাই না। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত রাখতে হবে।" অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে সাংবিধানিক শাসন অব্যাহত রাখতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাংবিধানিক আইন প্রণয়নের পক্ষে তিনি। অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিন আহমদের বিচারের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না। তাছাড়া কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়ানো যায়।" ক্রসফায়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি কখনও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে বিশ্বাসী নই। তবে কেউ যদি সশস্ত্র হামলা চালায় তখন তো চুপ করে বসে থাকার কিছু নেই।" এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিএনপি আমলের ক্রসফায়ারের একই ধরনের 'গল্পের' কথা উল্লেখ করেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী- জানতে চাইলে শেখ হাসিনা বলেন, খাদ্য সমস্যাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। গতবারের মতো এবারও তার সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "ধৈর্য্য ধরুন। আগেই ঝগড়া কেন? গঙ্গার পানি বন্টন সমস্যা তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করেছিলাম।"

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা