জলবায়ু পরিবর্তনে সর্বো"চ হুমকিতে থাকা দেশের জন্য আলাদা তহবিল করতে হবে
জলবায়ু পরিবর্তনে সর্বোচ্চ হুমকিতে থাকা দেশের জন্য আলাদা তহবিল করতে হবে বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ সর্বচ্চ হুমকিতে থাকা দেশগুলোর (এমভিসি) জন্য পৃথক তহবিল গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই তহবিল অবশ্যই সর্বো"চ ঝুঁকিতে থাকা দেশগুলোকে দেয়া আর্থিক সহায়তার বাইরে হতে হবে। শেখ হাসিনা একইসঙ্গে নিজস্ব কোনো ত্র"টি না থাকা সত্ত্বেও বাংলাদেশে বৈশ্বিক বিপর্যয়কর প্রভাব সম্পর্কে বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, গ্রিণহাউজ গ্যাস নিঃসরণে আমাদের (বাংলাদেশ) কোনো দায় নেই বললেই চলে। তারপরও বাসৱবতা হলো আমরাই বৈশ্বিক উষ্ণতার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রসৱ। গত ২৮ নভেম্বর পোর্ট অব স্পেনে কমনওয়েলথ সরকার প্রধানদের নির্বাহী ও অবকাশ অধিবেশনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি জানান। শেখ হাসিনা তার ভাষণে জলবায়ু পরিবর্তন কীভাবে কৃষি ও খাদ্য উৎপাদনে প্রভাব ফেলে তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে জনগণ ও অর্থনীতিকে রক্ষা করা না গেলে বিশ্ব খাদ্য নিরাপত্তা অর...