PM asks agencies to ease power, water crises fast পানি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


Dhaka, Apr 26 Prime minister Sheikh Hasina has asked the agencies to force their hands to ease power and gas crises and redirect power to towns from areas where paddy is being harvested. She summoned the power secretary, Dhaka WASA chairman, managing directors of DESCO and DPCC at her office Sunday, a day after she came from Saudi Arabia and had a long meeting to resolve the problems crippling life across the country amid a blistering heat wave. A press release signed by her deputy press secretary, Mahbubul Haq Shakil, said she directed the authorities to inform people in advance on radio, television and in mosques about power cuts. She asked the power department to supply electricity to the WASA as necessary so that it can supply water after a certain period . Hasina also directed WASA to ensure water supply by using their own generators during peak hours and replace the damaged pipelines to stop the supply of stinking water. The prime minister ordered immediate completion of the work of the second phase of Sayedabad Water Treatment Plant and Pagla Water Treatment Plant.

বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, এপ্রিল ২৬ বিদ্যুৎ ও পানি সঙ্কট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে রোববার প্রথম কার্যদিবসে এক বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীসহ বিভিন্ন স্থানে তীব্র পানি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে তিনি এ বৈঠক করলেন। রোববার নিজ কার্যালয়ে বিদ্যুৎ সচিব, ওয়াসার চেয়ারম্যান, ডেসকো ও ডিপিসিসি'র মহাপরিচালককে তলব করে সঙ্কট নিরসনের উপায় নিয়ে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, শেখ হাসিনা জনগণের দুর্ভোগ প্রশমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। অন্যতম আশু ব্যবস্থা হিসেবে যেসব এলাকায় ধানকাটা শুরু হয়েছে সেসব এলাকা থেকে বিদ্যুৎ নগরে স্থানান্তরের নির্দেশ দেন তিনি। সেচের জন্য ওই সব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হতো। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী লোডশেডিংয়ের আগাম খবর সংশ্লিষ্ট এলাকাবাসীকে বেতার, টেলিভিশন,সংবাদপত্র ও মসজিদে মাইকিংয়ের মাধ্যমে জানানোর নির্দেশ দেন। ওয়াসা যাতে নির্দিষ্ট সময় পর পর পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে ওয়াসার চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পিক আওয়ারে ওয়াসাকে নিজস্ব জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহ করার নির্দেশ দেন তিনি। দুর্গন্ধমুক্ত পানি সরবরাহ বন্ধ করতে বিনষ্ট পাইপ লাইনগুলো সরিয়ে নুতন পাইপ লাইন বসানোর ব্যবস্থা নিতেও বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সম্ভাব্য দ্রুততম সময়ে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ-২ এবং পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করার নির্দেশও দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা