প্রধানমন্ত্রী ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সরকারি সফর শেষে ২৫ এপ্রিল শনিবার ঢাকায় পৌঁছলে মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, কেন্দ্রীয় ও দলীয় নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান

প্রধানমন্ত্রী ফিরেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সরকারি সফর শেষে ২৫ এপ্রিল শনিবার ঢাকায় পৌঁছলে মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, কেন্দ্রীয় ও দলীয় নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে ৫ দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি দুপুর আড়াইটায় জেদ্দা থেকে ঢাকায় পৌঁছায়। বিমান বন্দরে পৌঁছলে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।সফরকালে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ এবং পবিত্র দুটি মসজিদের হেফাজতকারী আবদুল্লাহ বিন আজিজের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া প্রধানমন্ত্রী সৌদি আরবে তাঁর সম্মানে দেয়া বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন। শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।প্রধানমন্ত্রী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর রওজা মুবারক জেয়ারত করেন। এছাড়া তিনি মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মণি, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সংসদ সদস্য নীলুফার জাফর, সংসদ সদস্য বিএইচ হারুন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।শেখ হাসিনা গত ২০ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা